নারীওশিশুবিকাশমন্ত্রক
নিউইয়র্কে ইউএনসিএসডব্লু ৬৯ তম অধিবেশনে যোগ দিল ভারত
प्रविष्टि तिथि:
11 MAR 2025 10:59AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৫
নিউইয়র্কে ইউনাইটেড নেশনস কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন – ইউএনসিএসডব্লু-র ৬৯ তম অধিবেশনে যোগ দিল কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবীর নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দল। এই অধিবেশন শুরু হয়েছে ১০ মার্চ, চলবে ২১ মার্চ পর্যন্ত।
অধিবেশনে শিশু ও নারী বিকাশ মন্ত্রী মহিলা ও শিশুদের আর্থ সামাজিক উন্নয়নে ভারত সরকারের অবিচল দায়বদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করেন। লিঙ্গ সাম্য সংক্রান্ত ১২ টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের অর্জিত সাফল্যের বিষয়টি তুলে ধরেন তিনি। ভারত সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির সুবাদে স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার ক্ষেত্রে মহিলা ও শিশুদের অবস্থান আগের তুলনা অনেক ভালো বলে তিনি মন্তব্য করেন।
অধিবেশনে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলি ছাড়াও বিভিন্ন আন্তঃসরকারি সংগঠন, বেসরকারি ক্ষেত্র, সমাজসেবী এবং শিক্ষা জগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিএসডব্লু লিঙ্গসাম্যের প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছে।
SC/AC /SG
(रिलीज़ आईडी: 2110265)
आगंतुक पटल : 48