বস্ত্রমন্ত্রক
সংসদে প্রশ্নোত্তর : আধুনিকীকরণের প্রভাব
Posted On:
11 MAR 2025 12:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৫
ভারতকে বস্ত্র ও বয়ন শিল্প ক্ষেত্রে বিশ্বের অন্যতম কেন্দ্র করে তুলতে সরকার পরিকাঠামোর আধুনিকীকরণ, প্রযুক্তির প্রয়োগ এবং উদভাবনার প্রসারে অগ্রাধিকার দিচ্ছে। সেই লক্ষ্যে গৃহীত পরিকল্পনা ও নীতির সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠছে হস্তচালিত ও বিদ্যুৎচালিত তাঁত কেন্দ্র, তৈরি পোশাকের কারখানা, কৃত্রিম তন্তু উৎপাদন ব্যবস্থাপনা।
দক্ষতা বিকাশ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ পেয়েছেন ১১.১৪ লক্ষ কর্মী। এঁদের মধ্যে ৮.৪৩ লক্ষের কর্মসংস্থানও হয়েছে।
কর্মীদের কল্যাণে ১৯৮৬ সালে ১৫ ই সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে টেক্সটাইল ওয়ার্কার্স রিহ্যাবিলিটেশন ফান্ড স্কিম। ২০১৭ – র এপ্রিলে এই প্রকল্পটিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের আওতাধীন রাজীব গান্ধী শ্রমিক কল্যাণ যোজনার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। কাজ হারানো শ্রমিকরা যোগ্যতা সাপেক্ষে এর সুবিধা পেতে পারেন।
ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ভারত সরকারের বস্ত্র ও বয়ন মন্ত্রক তন্তুবায় / কর্মীদের সন্তানদের (২ টি সন্তান পর্যন্ত) কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্বীকৃত বয়ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য মাসিক ৫ হাজার টাকা স্টাইপেন্ড সমেত বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র ও বয়ন মন্ত্রী শ্রী গিরিরাজ সিং।
SC/AC /SG
(Release ID: 2110170)
Visitor Counter : 9