উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

গণতন্ত্র থেকে 'ইমোক্রেসি'—আবেগ নির্ভর নীতিতে পরিবর্তন সুশাসন ব্যবস্থাকে ভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে এর মোকাবিলায় জাতীয় বিতর্কের প্রয়োজন, বলেছেন উপ-রাষ্ট্রপতি

Posted On: 06 MAR 2025 10:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ মার্চ, ২০২৫

 


উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় আজ গণতন্ত্র থেকে ‘ইমোক্রেসি’ অর্থাৎ আবেগ নির্ভর নীতিতে পরিবর্তন বিষয়ের উপর এক জাতীয় বিতর্কের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্র থেকে ইমোক্রেসি-তে পরিবর্তনের বিষয়ে সচেতন হওয়ার জন্য এই বিতর্ক প্রয়োজন। তিনি আরও বলেন, আবেগনির্ভর নীতি, আবেগতারিত বক্তৃতা সুশাসন ব্যবস্থাকে ভয়ের মুখোমুখি দাঁড় করায়। পপুলিজম বা জনপ্রিয়বাদ খারাপ অর্থনীতির পরিচয় বহন করে বলে তিনি জানান। একবার যদি একজন নেতা শুধুমাত্র এই তত্ত্বে জড়িয়ে পড়েন, তবে সেই সঙ্কট থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। মানুষের মঙ্গল করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মহারাষ্ট্রের মুম্বাইয়ে মুরলী দেওরা মেমোরিয়াল ডায়ালগস-এর ‘নেতৃত্ব এবং শাসন ব্যবস্থা’ শীর্ষক বিষয়ের উপর উদ্বোধনী ভাষণে একথা জানান তিনি। শ্রী ধনখড় রাজনৈতিক দলগুলির মধ্যে আপসের রাজনীতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে অতিরিক্ত ব্যয় করে থাকে তবে সেই রাজ্যের পরিকাঠামোগত বিনিয়োগের ক্ষমতা হ্রাস পায়, যা সংশ্লিষ্ট রাজ্যের অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। 

প্রান্তিক সম্প্রদায়ের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণে আপসহীন রাজনীতির প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। গ্রামীণ ভারত বিশেষ করে কৃষকদের জন্য ইতিবাচক সদর্থক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে জানান উপরাষ্ট্রপতি। তিনি আরও বলেন, দেশে অবৈধভাবে বসবাসকারী মানুষের সংখ্যা বহু। এতে জনসংখ্যাগত বিপর্যয় সৃষ্টি করেছে। এমনকি, এর প্রভাব পড়েছে স্বাস্থ্য সেবা, শিক্ষা, কর্মসংস্থান ক্ষেত্রেও। পাশাপাশি দুর্বল শ্রেণীর মানুষদের লোভের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা হচ্ছে। এই বিষয়গুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

উপরাষ্ট্রপতি বলেন, ভারত হল বিশ্বের একমাত্র দেশ যেখানে গ্রামীণ স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুবিন্যস্ত রয়েছে। তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনায় শাসন ব্যবস্থার উদ্দেশ্য হিসেবে সকলের জন্য ন্যায় বিচার, সমতা এবং ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়েছে। প্রয়াত মুরলী দেওরার প্রতি সম্মান জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, তিনি রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব এবং সকলের কাছে জনপ্রিয় ছিলেন। জনকল্যাণ ও সমাজ সেবায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন বলেও জানান শ্রী ধনখড়। 

অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ, উপমুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, রাজ্যসভার সাংসদ শ্রী মিলিন্দ দেওরা সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


SC/SS/SKD


(Release ID: 2109074) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Malayalam