বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল অসমে র অভ্যন্তরীণ জলপথকে রূপান্তরিত করার জন্য ৪৮০০ কোটি টাকার পরিকল্পনা উন্মোচন করেন

'হরিত নৌকা প্রকল্প "-এর আওতায় ২০৩০ সালের মধ্যে অসমে গ্রিন ভেসেল ট্রানজিশনের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দঃ সর্বানন্দ সোনোয়াল

১০০ কোটি টাকা বিনিয়োগে ব্রহ্মপুত্র বরাবর নদীর লাইট হাউজ গড়ে তুলবে কেন্দ্রঃ সর্বানন্দ সোনোয়াল

Posted On: 26 FEB 2025 4:46PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫: কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল আজ গুয়াহাটিতে 'অ্যাডভান্টেজ অসম ২.০' বাণিজ্য সম্মেলনে অসমের অভ্যন্তরীণ জলপথ ক্ষেত্রের রূপান্তরের জন্য ৪,৮০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে 'অসমের সড়ক, রেল ও নদী পর্যটন "শীর্ষক অধিবেশনে শ্রী সোনোয়াল বলেন, এই বিনিয়োগ রাজ্যের গতিশীল জলপথ ব্যবস্থার বিপুল সম্ভাবনাকে সক্ষম করবে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের সাথে এই অঞ্চলের প্ৰবৃদ্ধি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

 

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে দেশ বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে চলেছে। মোদীর স্বপ্ন বাস্তবায়নে এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উত্তর-পূর্বের পাশাপাশি অসমও অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ জলপথ এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দূরদর্শী প্রধানমন্ত্রী শ্রী মোদী ২০১৪ সাল থেকে অতীতের অবহেলা থেকে বেড়িয়ে আসার পরিকল্পনা করেছিলেন। এই অঞ্চলে, বিশেষত ব্রহ্মপুত্র এবং বরাক সহ অসমে নদী ব্যবস্থার সমৃদ্ধ আন্তঃজলের সাথে অভ্যন্তরীণ জলপথের লক্ষ্য হল বাণিজ্য ও বাণিজ্যের প্রধান মাধ্যম হিসাবে এর ভূমিকাকে পুনরুজ্জীবিত করা। 'জলবাহক "-এর মতো প্রকল্পগুলি চালু করার মাধ্যমে মোদী সরকার অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে ব্যবসা করার জন্য উৎসাহিত করেন, যার ফলে অর্থনীতির উন্নতি হচ্ছে, রেল ও সড়কপথে ভিড় কমছে। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের বৃহত্তম এবং আত্মনির্ভর অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য অসমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

সম্মেলনে শ্রী সর্বানন্দ সোনোয়াল 'হরিত নৌকা "প্রকল্পের আওতায় ২০৩০ সালের মধ্যে পরিকল্পিতভাবে সবুজ জাহাজে রূপান্তরের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন। পর্যটনের সুবিধার জন্য  এবং ২০২৭-২৮ সালের মধ্যে ব্রহ্মপুত্র এবং বরাক’এ কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়ানোর জন্য ১৫০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গুয়াহাটির ফ্যান্সি বাজারে আঞ্চলিক কার্যালয়, এমএসডিসি, গেস্ট হাউস এবং আইটিএটি-র জন্য অফিস স্পেসের জন্য একটি নতুন ভবন নির্মাণের পাশাপাশি শিলঘাট, বিশ্বনাথ ঘাট, নিয়ামতি ঘাট এবং গুইজানে উপকূলীয় সুবিধা সহ জেটি নির্মাণ। পাণ্ডুতে জাহাজ মেরামত সুবিধার দ্বিতীয় পর্যায়ের উন্নয়নের জন্য ৩৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার ২০২৬-২৭ পর্যন্ত বরাক’এ বাংলাদেশ সীমান্ত থেকে পান্ডু পর্যন্ত ২.৫ মিটার নিশ্চিত খসড়া নিশ্চিত করার জন্য ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়াকে (ডিসিআই) দায়িত্ব দিয়েছে। এর জন্য ১৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে শ্রী সোনোয়াল জানিয়েছেন।

তিনি আরও বলেন, "অ্যাডভান্টেজ অসম সবসময়ই এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য অনুঘটক হিসাবে কাজ করেছে, যা ব্যবসাগুলিকে তাদের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম সরবরাহ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে অসম যে বিপুল সমর্থন পেয়েছে, তাতে  অসম ও উত্তর-পূর্বের অর্থনীতির সার্বিক উন্নয়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অসমের অভ্যন্তরীণ জলপথকে সক্ষম করার জন্য চলমান বিভিন্ন প্রকল্পের মধ্যে,  হরিত নৌকা প্রকল্পের আওতায় প্রচলিত জাহাজগুলিকে সবুজ জাহাজে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে। এসব এমন নির্ধারিত মাইলফলক, যা সরকারের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের অঙ্গীকারকে নিশ্চিত করে। রাজ্যে  পর্যটনের বিপুল সম্ভাবনার পরিপ্রেক্ষিতে,  মসৃণ, নিয়মিত এবং কার্যকর পরিচালনার জন্য পরিকাঠামো এবং ফেয়ারওয়ে সহ একটি বাস্তুতন্ত্র গড়ে তোলা হয়েছে।

 

কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটি এবং ধুবরিতে আনুমানিক ৩১৫ কোটি টাকা বিনিয়োগে ওয়াটার মেট্রো পরিষেবার উন্নয়নের কথাও ঘোষণা করেন। শ্রী সোনোয়াল কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল) দ্বারা নির্মিত দুটি বৈদ্যুতিক ক্যাটামারান মোতায়েনের কথাও ঘোষণা করেন। গুয়াহাটিতে আনুমানিক ১০০ কোটি টাকা বিনিয়োগে একটি বিশ্বমানের ত্রুজ টার্মিনালও নির্মিত হবে।

ডিব্রুগড়ের আঞ্চলিক উৎকর্ষ কেন্দ্রের (আরসিওই) উন্নয়নের জন্য আনুমানিক ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বরাক বরাবর মূলধন উন্নয়নকে আরও যুক্ত করে, বোগিবিল, বিশ্বনাথ, নিমাটি, পান্ডু এবং শিলঘাট-পাঁচটি জায়গায় আনুমানিক ১০০ কোটি টাকা ব্যয়ে রিভারাইন লাইটহাউস তৈরি করা হবে। এছাড়াও, পাণ্ডু ও বোগিবিলের মধ্যে ২.৫ মিটার এলএডি সহ ফেয়ারওয়ে উন্নয়নের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ (আইডাব্লুএআই), বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের (এমওপিএসডাব্লু) অধীনে জাতীয় জলপথ সহ নদী পরিবহনের জন্য নোডাল এজেন্সি ব্রহ্মপুত্র এবং বরাক নদী বরাবর ১,০১০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধান প্রকল্পগুলির মধ্যে, পাণ্ডায় ২০৮ কোটি টাকা বিনিয়োগে জাহাজ মেরামতের সুবিধা তৈরি করা হচ্ছে এবং ১৮০ কোটি টাকা বিনিয়োগে পাণ্ডু থেকে এনএইচ ২৭ পর্যন্ত একটি বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে। শ্রী সোনোয়াল আরও বলেন, ৬৬ কোটি টাকারও বেশি এবং ৮২ কোটি টাকারও বেশি বিনিয়োগে ব্রহ্মপুত্রের উপর নতুন অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল তৈরি করা হচ্ছে।

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের ফ্ল্যাগশিপ কর্মসূচি 'সাগরমালা' প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্রের উপর নদীর পরিকাঠামো নির্মাণের জন্য ৬৪৬ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। বরাক নদীর জন্য কেন্দ্রীয় মন্ত্রী অন্যান্য প্রকল্পের মধ্যে সার্ভে ভেসেল, তিনটি উভচর ড্রেজার সংগ্রহ, করিমগঞ্জ ফ্লোটিং টার্মিনাল সুবিধার জন্য ক্রেন পন্টুন ও গ্যাংওয়ে নির্মাণ, বদরপুরে ফ্লোটিং টার্মিনাল সুবিধার জন্য স্টিল পন্টুন ও গ্যাংওয়ে নির্মাণের কথা ঘোষণা করেন।

এই অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, অসম সরকারের পশুপালন, পশুচিকিৎসা, মৎস্যচাষ এবং পিডব্লিউআরডি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, আইডব্লিউএআই-এর চেয়ারম্যান বিজয় কুমার, সিঙ্গাপুরের হাই কমিশনার সাইমন ওং সহ অন্যান্য আধিকারিক এবং পরিকাঠামো, রেল ও সামুদ্রিক ক্ষেত্রের কর্পোরেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

***

SKC/KG/PS/KMD


(Release ID: 2106503) Visitor Counter : 23


Read this release in: English