প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

গুরুত্বপূর্ণ রাসায়নিক-জৈব-তেজস্ক্রিয়-পারমানবিক(সিবিআরএন)প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করল ভারতীয় সেনা

Posted On: 26 FEB 2025 12:28PM by PIB Kolkata

নতুনদিল্লি ২৬ ফেব্রুয়ারি ২০২৫

 

ভরতীয় সেনা ২২৩ টি অটোমেটিক কেমিক্যাল এজেন্ট ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম(এসিএডিএ) সরঞ্জাম ক্রয়ের জন্য আজ মেসার্স এল অ্যান্ড টি লিমিটেডের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে। এইসব স্বয়ংচালিত রাসায়নিক চিহ্নিতকরণ এবং সতর্কীকরণ সরঞ্জামের মূল্য ৮০.৪৩ কোটি টাকা। ভারতীয় পণ্য ক্রয় করার ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সাযুজ্যপূর্ণ এই পদক্ষেপের দরুণ আত্মনির্ভরতার উদ্যোগ জোরদার হবে। কারণ এইসব সরঞ্জামের ৮০ শতাংশ যন্ত্রাংশই তৈরি হবে দেশে। 
এসিএডিএ-এর নকশা এবং উৎপাদনের দায়িত্বে ছিল ডিআরডিও-র গোয়ালিয়র কেন্দ্র। 
বাতাসে রাসায়নিক যুদ্ধাস্ত্র মিশে আছে কিনা তা চিহ্নিত করতে পারে এসিএডিএ। এক্ষেত্রে যে নীতি ব্যবহার করা হয়, তা হল আয়ন মবিলিটি স্পেক্ট্রোমেট্রি। শিল্প দুর্ঘটনার সময়ও বাতাসে বিষাক্ত উপাদান মিশেছে কিনা, তাও বোঝা যাবে এই যন্ত্রের মাধ্যমে। 

 

SC/AC/CS…


(Release ID: 2106415) Visitor Counter : 23