বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেমিকন্ডাকটর চিপ ভারত তৈরি করতে পারবে বলে গ্লোবাল ইনভেসটার্স সামিট ২০২৫-এ শ্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন

Posted On: 25 FEB 2025 8:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫


কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ভোপালে অনুষ্ঠিত গ্লোবাল ইনভেসটার্স সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অংশগ্রহণ করেন। বিনিয়োগকারীদের আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনে পবিত্র মহা শিবরাত্রিতে এইচএলবিএস-এর নতুন কারখানার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেমিকন্ডাকটর ২০২৫ সালের মধ্যে তৈরি করা সম্ভব হবে বলে তিনি ঘোষণা করেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব-এর উদ্যোগে এই রাজ্যে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি নজরে আসছে। ভোপালে এবং জব্বলপুরে দুটি বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের ক্লাস্টার গড়ে তোলার অনুমতি প্রধানমন্ত্রী দিয়েছেন। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ৮৫টি সংস্থা মধ্যপ্রদেশে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন করছে। 

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জানান, মধ্যপ্রদেশে ফিউচার স্কিলস প্রোগ্রামের আওতায় ২০ হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে। গত এক দশক ধরে সংশ্লিষ্ট শিল্পে অভূতপূর্ব উন্নতি নজরে এসেছে। বর্তমানে ভারত থেকে ৫ লক্ষ কোটি টাকা মূল্যে বৈদ্যুতিন সরঞ্জাম রপ্তানী হচ্ছে। এর মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, সার্ভার সহ নানা সামগ্রী। 

সেমিকন্ডাকটর উৎপাদনে ভারতে যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ৫টি ইউনিট থেকে এই সেমিকন্ডাকটর উৎপাদিত হচ্ছে। ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি চিপ বাজারে আসবে বলে তিনি ঘোষণা করেন। সেমিকন্ডাকটর এবং বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদনে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকার ৮৫ হাজার ইঞ্জিনিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপের কারণে দেশের বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন শিল্প নতুন এক উচ্চতায় পৌঁছেছে। 

মধ্যপ্রদেশে ১ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে নতুন যে তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে সেখান থেকে সার্ভার, ডেক্সটপ, মাদারবোর্ড, চেসিস, র‍্যাম, এসএসডি, ড্রোন এবং রোবট সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী উৎপাদিত হবে। আগামী দিনে এই কেন্দ্রে দেড়শো কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে, যার ফলে প্রায় ১২শো পেশাদার ব্যক্তিত্ব এখানে কাজ করতে পারবেন। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে মোদী সরকার অত্যাধুনিক পরিকাঠামো ও দক্ষতা বিকাশের উপর নানা নীতি গ্রহণ করেছে। সরকার পরিকাঠামো, বিনিয়োগ এবং সর্বাঙ্গীণ উন্নতির জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। 

এইচএলবিএস সংস্থাটি ভোপালে ইতোমধ্যেই একটি ইউনিট গড়ে তুলেছে। এছাড়াও শহরের আইটি পার্কে অত্যাধুনিক পদ্ধতিতে নানা সামগ্রী উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

 

SC/CB/SKD


(Release ID: 2106414) Visitor Counter : 21