রেল মন্ত্রক
মহাকুম্ভ: মহা শিবরাত্রির জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে প্রস্তুত ভারতীয় রেল
Posted On:
25 FEB 2025 7:47PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারী ২০২৫: এবছরের মহাকুম্ভের চূড়ান্ত অমৃত স্নান পর্ব হবে আগামী ২৬ শে ফেব্রুয়ারি। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে পবিত্র স্নান করার উদ্দেশ্যে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী ইতিমধ্যেই প্রয়াগরাজে জড়ো হয়েছেন। রবিবার ও সোমবার বিহারের পাটনা, দানাপুর, মুজাফফরপুর, গয়া, সাসারাম, কাটিহার, খগড়িয়া, সাহারসা, জয়নগর এবং দারভাঙ্গা স্টেশনে প্রচুর যাত্রী ছিল। একইভাবে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর, লক্ষ্ণৌ, অযোধ্যা, বারাণসী, কানপুর, গোন্ডা, দীনদয়াল উপাধ্যায় এবং ঝাঁসির মতো স্টেশনগুলিতে তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রদেশের চিত্রকুট, জব্বলপুর, সাতনা এবং খাজুরাহো ও অন্যান্ন স্টেশনগুলিতেও প্রচুর যাত্রীর ভিড় দেখা গেছে, অন্যদিকে ঝাড়খণ্ডের ধানবাদ, বোকারো, রাঁচি, গাড়োয়া এবং মেদিনীনগর স্টেশন থেকে প্রচুর সংখ্যক তীর্থ যাত্রী প্রয়াগরাজের উদ্দেশে যাত্রা করেছেন।
অমৃত স্নানের পরে, বিপুল সংখ্যক তীর্থ ফেরত মানুষ তাদের নিজ শহরে ফিরে যাবেন, যার ফলে স্বভাবতই সেই দিনগুলোতেও রেল স্টেশনগুলিতে প্রচুর ভিড় হবে। এই অবস্থায়, উত্তর মধ্য রেল, উত্তর-পূর্ব রেল এবং উত্তর রেল ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং সমস্ত আধিকারিক ও কর্মীদের তাঁদের কর্মস্থলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ভারতীয় রেল মৌনি অমাবস্যায় স্নান উপলক্ষে ৩৬০ টিরও বেশি ট্রেন চালায়, এবং ২০ লক্ষেরও বেশি যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়।
একইভাবে, মহা শিবরাত্রি স্নানের পরে অতিরিক্ত ট্রেন চালানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং প্রয়োজন হবে বিবেচনা করে প্রয়াগরাজের কাছে অতিরিক্ত রেক স্থাপনও করা হয়েছে। প্রাথমিকভাবে, ভারতীয় রেল মহাকুম্ভের দিনগুলোর জন্য যাত্রী ভিড় সামলাতে ও স্বচ্ছন্দ পরিবহনেই জন্য প্রায় ১৩,৫০০ টি ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছিল। তবে, বাস্তবে, মহাকুম্ভের ৪২ তম দিন পর্যন্ত, উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ ট্রেন সহ ১৫ হাজারেরও বেশি অতিরিক্ত ট্রেন ইতিমধ্যেই চালানো হয়েছে।
বিশেষ উল্লেখের যে, রেলওয়ের এই বিশেষ পরিষেবার কাজকর্ম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। রেল বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী শ্রী সতীশ কুমার সক্রিয়ভাবে ট্রেন পরিচালনার তদারকি করছেন। তিনটি জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজাররা তাঁদের টিম সহ অতিরিক্ত রেল পরিষেবাকে স্বচ্ছন্দভাবে চালিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করার কাজ করে চলেছেন।
***
SKC/KG/PS/KMD
(Release ID: 2106324)
Visitor Counter : 7