প্রতিরক্ষামন্ত্রক
কোয়ালালামপুরে মালয়েশিয়া – ভারত প্রতিরক্ষা সহযোগিতা কমিটির ১৩তম বৈঠকে প্রতিরক্ষা সচিব সহ-সভাপতিত্ব করেছেন
Posted On:
19 FEB 2025 12:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
কোয়ালালামপুরে আজ মালয়েশিয়া – ভারত প্রতিরক্ষা সহযোগিতা কমিটি (এমআইডিসিওএম)-র ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ভারতের প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং এবং মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সচিব লোকমান হাকিম বিন আলি যৌথভাবে সভাপতিত্ব করেছেন। উভয়পক্ষই সাম্প্রতিককালে দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত মহড়ার সঙ্গে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ক্ষেত্রের সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। উভয় দেশই সাইবার নিরাপত্তা এবং এআই – এর মতো উদীয়মান ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছে। প্রতিরক্ষা শিল্প, সামুদ্রিক নিরাপত্তা ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। উভয়পক্ষ সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি যৌথ গোষ্ঠী গঠনে সম্মত হয়েছে।
২০২৪ সালের অগাস্ট মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভারত সফরের সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অঙ্গ হিসেবে প্রতিরক্ষা ক্ষেত্রের আওতায় নতুন উদ্যোগগুলি সম্পূর্ণভাবে বাস্তবায়নের জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, সেই বিষয়গুলি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
ভারতের প্রতিরক্ষা সচিব দেশের প্রতিরক্ষা শিল্পের দক্ষতার বিষয় বৈঠকে উল্লেখ করেন। আসিয়ান এবং আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব গ্রহণ করার জন্যও মালয়েশিয়াকে অভিনন্দন জানান ভারতের প্রতিরক্ষা সচিব।
SC/SS/SB
(Release ID: 2104739)
Visitor Counter : 19