শিক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান বারাণসীর কাশী-তামিল সঙ্গমের তৃতীয় পর্বের উদ্বোধন করেন

Posted On: 15 FEB 2025 7:24PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারী ২০২৫: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান বারাণসীর কাশী-তামিল সঙ্গমের তৃতীয় পর্বের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বৈচিত্র্যের মধ্যে আমাদের যে ঐক্য -র দর্শন বিরাজ করছে তাকেই প্রদর্শন করছে কাশী তামিল সঙ্গম এবং তা 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত "-এর চেতনাকে শক্তিশালী করছে।

শ্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর ভাষণে পাণ্ড্য রাজা পরাক্রম পাণ্ডিয়ানের একটি তামিল শ্লোক উদ্ধৃত করেছেনঃ নীরেল্লম গঙ্গাই, নিলমেল্লম কাশী , যার অর্থ সমস্ত জল গঙ্গার মতোই পবিত্র এবং ভারতের প্রতিটি জমি কাশীর মতোই শ্রদ্ধেয়। তিনি উল্লেখ করেন যে, কাশী বিশ্বের প্রাচীনতম উজ্জীবিত শহরগুলির মধ্যে একটি তো বটেই এবং তা ভারতের সাংস্কৃতিক রাজধানী। কাশী যেমন ভারতীয় সভ্যতার সমৃদ্ধ ঐতিহ্যের আলোকবর্তিকা হিসাবে পরিচিত, তেমনি  তামিল সংস্কৃতির প্রতীক তামিলনাড়ু ভারতের প্রাচীন জ্ঞান এবং সাহিত্য গৌরবের হৃদয়কে উপস্থাপন করে। তিনি দৃঢ়তার সাথে একথাও বলেন যে কীভাবে তামিল জনগণ তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বজুড়ে বহন করে নিয়ে গেছেন, যেখানেই তাঁরা যান সেখানকার জীবনকে সমৃদ্ধ করে চলেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই বছর কাশী-তামিল সঙ্গমের অংশগ্রহণকারীরা প্রথমবার প্রয়াগরাজে মহাকুম্ভ প্রত্যক্ষ করবেন এবং অযোধ্যায় উদ্বোধন হওয়া রাম মন্দির পরিদর্শনের সুযোগ পাবেন। মহাকুম্ভ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এবারের মহাকুম্ভকে শুধু দেশেই নয়, বিদেশের সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ মুহূর্ত হিসেবে স্মরণ করা হচ্ছে। এখনও পর্যন্ত দেশের ৪০ শতাংশ মানুষ মহাকুম্ভে পবিত্র স্নান করেছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল মুরুগান বলেছেন, উত্তরপ্রদেশের সাংস্কৃতিক রাজধানী কাশীতে কাশী তামিল সঙ্গম অনুষ্ঠিত হচ্ছে। এটা অনেক ভাগ্যের ব্যাপার। কাশী তামিল সঙ্গমে যাঁরা এসেছেন, তাঁদের তিনি স্বাগত জানান। শ্রী মুরুগান বলেন, কাশী তামিল সঙ্গম শিল্প ও সংস্কৃতি অন্বেষণের একটি দুর্দান্ত মঞ্চ। এটি এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, কাশী তামিল সঙ্গম হল এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গির প্রচারের একটি প্রচেষ্টা।

   

কাশী তামিল সঙ্গমের উদ্দেশ্য হল উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলের পণ্ডিত, ছাত্র, দার্শনিক, ব্যবসায়ী, শিল্পীদের একত্রিত করা এবং তাদের একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ প্রদান করা। এই বছর সরকার পাঁচটি বিভাগে তামিলনাড়ু থেকে প্রায় এক হাজার জন প্রতিনিধিকে কাশিতে আনার সিদ্ধান্ত নিয়েছে। এই বছরের অনুষ্ঠানের মূল ভাবনা হল স্বাস্থ্য, দর্শন, বিজ্ঞান, শাস্ত্রীয় তামিল সাহিত্য এবং জাতির সাংস্কৃতিক একতায় ঋষি অগস্ত্যের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা। দশ দিনব্যাপী এই অনুষ্ঠানটি আগামী ২৪শে ফেব্রুয়ারি শেষ হবে।

***

SKC/KG/PS/KMD


(Release ID: 2103685) Visitor Counter : 34


Read this release in: English