স্বরাষ্ট্র মন্ত্রক
মাদকের বিরুদ্ধে শূণ্য সহনশীল নীতির অঙ্গ হিসাবে ২০২৪ সালে ২৫ হাজার কোটি টাকারও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে
Posted On:
10 FEB 2025 7:16PM by PIB Agartala
২০২৪ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সরকার মাদকের বিরুদ্ধে শূন্য-সহনশীল নীতি গ্রহণ করে আসছে ৷ সেই নীতি বাস্তবায়নের ফলে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সহ সারা দেশে সমস্ত আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা প্রায় ২৫ হাজার ৩৩০ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে ৷ ২০২৩ সালে বাজেয়াপ্ত করা হয়েছিল ১৬,১০০ কোটি টাকার মাদক দ্রব্য, অর্থাৎ এক বছর আগের তুলনায় এবার আটকৃত মাদকদ্রব্যের পরিমাণ ৫৫ শতাংশ বেশি। এই সাফল্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশনায় গৃহীত 'বটম টু টপ' এবং 'টপ টু বটম' পদ্ধতির একটি প্রমাণ। মোদী সরকার মাদকমুক্ত ভারত গড়তে সম্পূর্ণ সরকারি নীতি নিয়ে এগিয়ে চলেছে।
২০২৪ সালে, সাইকোট্রপিক পদার্থ হিসাবে ব্যবহৃত আরও ক্ষতিকারক এবং আসক্তিযুক্ত সিন্থেটিক ড্রাগ, কোকেন এবং ফার্মাসিউটিক্যাল ড্রাগগুলি জব্দ করার ঘটনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার মূল্যও অনেক বেশি।
২০২৪ সালে, মেথামফেটামিনের মতো এটিএস (অ্যাম্ফিটামিন-টাইপ স্টিমুল্যান্টস) এর পরিমাণ ২০২৩ সালের ৩৪ কুইন্টাল এর তুলনায় দ্বিগুণেরও বেশি অর্থাৎ ৮০ কুইন্টাল আটক করা হয়েছে। একইভাবে বাজেয়াপ্ত কোকেনের পরিমাণও ২০২৩ সালের ২৯২ কেজি থেকে বেড়ে ২০২৪ সালে ১৪২৬ কেজি হয়েছে৷ বাজেয়াপ্ত মেফেড্রোনের পরিমাণও ২০২৩ সালের ৬৮৮ কেজির তুলনায় বেড়ে ২০২৪ সালে ৩৩৯১ কেজি হয়েছে৷ একইভাবে, ২০২৩ সালে আটকৃত হাশিশের পরিমাণ ছিল ৩৪ কুইন্টাল, যেখান থেকে ২০২৪ সালে এর পরিমাণ বেড়ে ৬১ কুইন্টাল হয়েছে৷ সাইকোট্রপিক দ্রব্য হিসাবে ক্রমবর্ধমান অপব্যবহার করা ফার্মাসিউটিক্যাল ড্রাগের পরিমাণ ১.৮৪ কোটি থেকে বেড়ে ৪.৬৯ কোটি হয়েছে।
২০২৪ সালে বিভিন্ন সংস্থার সহযোগিতায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্তৃক পরিচালিত বড় অভিযানগুলি হল:
ফেব্রুয়ারি ২০২৪: এনসিবি এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল তিনজনকে গ্রেপ্তার করে এবং ৫০ কেজি মাদক তৈরির রাসায়নিক সিউডোফিড্রিন বাজেয়াপ্ত করে একটি আন্তর্জাতিক মাদক পাচারের নেটওয়ার্ক ফাঁস করে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এনসিবি এবং দিল্লি পুলিশের একটি যৌথ দল এই নেটওয়ার্কটির পর্দাফাঁস করে।
ফেব্রুয়ারি ২০২৪: এনসিবি, নৌবাহিনী এবং এটিএস গুজরাট পুলিশ পরিচালিত 'সাগর মন্থন-১' কোডনামে একটি যৌথ অভিযানে, ভারত মহাসাগরে আনুমানিক ৩৩০০ কেজি মাদকদ্রব্যের (৩১১০ কেজি চরস / হাশিশ, ১৫৮.৩ কেজি ক্রিস্টালাইন পাউডার মেথ এবং ২৪.৬ কেজি সন্দেহজনক হেরোইন) এর একটি বিশাল চালান বাজেয়াপ্ত করা হয়। দেশের সমুদ্র সৈকতে চরস/হাশিশের অফশোর জব্দের পরিমাণের দিক থেকে এটি নিজেই একটি রেকর্ড ছিল। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
মার্চ ২০২৪: এনসিবি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মাদক পাচার নেটওয়ার্কের কিংপিন জাফর সাদিককে গ্রেপ্তার করে। জাফর সাদিক ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে পলাতক ছিলেন, যখন এনসিবি একটি ফার্মের গোডাউন থেকে ৫০.০৭০ কেজি সিউডোফিড্রিন জব্দ করে এবং এই ঘটনায় জাফর সাদিকের তিন সহযোগিকে গ্রেপ্তার করে৷
এপ্রিল ২০২৪: এনসিবি, গুজরাট পুলিশের এটিএস এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ সামুদ্রিক অভিযানে, প্রায় ৮৬ কেজি হেরোইন বহনকারী একটি বিদেশী নৌকা বাজেয়াপ্ত করা হয়েছিল এবং ১৪ জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযানে প্রায় ৬০২ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল।
অক্টোবর ২০২৪: এনসিবি গৌতম বুদ্ধ নগর জেলার কাসনা শিল্পাঞ্চলের একটি কারখানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৯৫ কেজি মেথামফেটামিন কঠিন এবং তরল আকারে পেয়েছিল। অ্যাসিটোন, সোডিয়াম হাইড্রোক্সাইড, মিথাইলিন ক্লোরাইড, প্রিমিয়াম গ্রেড ইথানল, টলুইন, লাল ফসফরাস, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি রাসায়নিক এবং উৎপাদনের জন্য আমদানি করা যন্ত্রপাতিও এই অভিযানে পাওয়া গিয়েছিল৷
নভেম্বর ২০২৪: ভারতে এবং বিশেষত দিল্লি এনসিআর অঞ্চলে পরিচালিত মাদক পাচারকারী সিন্ডিকেটগুলির বিরুদ্ধে একটি বড় সাফল্য হিসেবে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো দিল্লিতে কোকেনের বৃহত্তম হোলগুলির মধ্যে একটি উদ্ধার করেছে। এই মামলাগুলি থেকে পাওয়া সূত্রগুলি নিয়ে কাজ করার পরে এবং প্রযুক্তিগত ও মানবিক বুদ্ধিমত্তার মাধ্যমে, এনসিবি অবশেষে নিষিদ্ধ পণ্যের উৎসে পৌঁছাতে সক্ষম হয়েছিল এবং দিল্লির জনকপুরী এবং নাংলোই অঞ্চল থেকে ৮২.৫৩ কেজি উচ্চ মানের কোকেন উদ্ধার করা হয়েছিল।
নভেম্বর ২০২৪: 'সাগর মন্থন-৪' কোডনামে একটি যৌথ অভিযানে, এনসিবি, ভারতীয় নৌবাহিনী এবং এটিএস গুজরাট পুলিশ একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের পর্দাফাঁস করে এবং গুজরাটে প্রায় ৭০০ কেজি নিষিদ্ধ মেথ বাজেয়াপ্ত করে।
***
SKC/DM
(Release ID: 2101660)
Visitor Counter : 27