সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম-বিকাশ প্রকল্প

Posted On: 10 FEB 2025 8:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী ‘বিরাসত কা সংবর্ধন’ অর্থাৎ ঐতিহ্যের প্রচার হ’ল সংখ্যালঘু মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি। এটি ৫টি পূর্ববর্তী প্রকল্প ‘শিখো অউর কামাও’, ‘নঈ মনজিল’, ‘নঈ রশনি’, ‘হামারি ধরোহর’ এবং ‘উস্তাদ’ – এই প্রকল্পগুলিকে একত্রিত করে সংখ্যালঘু মহিলাদের উন্নয়ন এবং স্কুলছুট পড়ুয়াদের জন্য শিক্ষার সহায়তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। 
এছাড়াও, জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন (এনএমডিএফসি) দ্বারা প্রদত্ত ঋণ এই কর্মসূচির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের ঋণ প্রদানে বিকল্প ব্যবস্থা করে দেয়। সুবিধাভোগীদের জীবিকার মানোন্নয়নের জন্য ইপিসিএইচ (হস্তশিল্প রপ্তানি উন্নয়ন পরিষদ) – এর মাধ্যমে বাজারজাতকরণের কাজেও সহায়তা করা হবে। পিএম-বিকাশ প্রকল্পটি এখনও বাস্তবায়িত হয়নি। 
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু এই তথ্য জানান।

 

SC/PM/SB


(Release ID: 2101627) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi