কেন্দ্রীয় মন্ত্রিসভা
কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘জাতীয় সাফাই কর্মচারী কমিশনের’ কার্যকাল ৩১.০৩.২০২৫-এর পর আরও তিন বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে
Posted On:
07 FEB 2025 8:43PM by PIB Agartala
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘জাতীয় সাফাই কর্মচারী কমিশন’ (এন.সি.এস.কে.)-এর কার্যকাল ৩১.০৩.২০২৫-এর পর আরও তিন বছরের জন্য (অর্থাৎ ৩১.০৩.২০২৮ পর্যন্ত) বাড়ানোর অনুমোদন দিয়েছে।
এই তিন বছরের সম্প্রসারণের জন্য মোট আনুমানিক ব্যয় হবে প্রায় ৫০.৯১ কোটি টাকা।
এর ফলে সাফাই কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন সহজতর হবে, স্যানিটেশন বা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের ক্ষেত্রে কর্মপরিবেশের উন্নতি ঘটবে এবং তা পরিচ্ছন্নতার ঝুঁকিপূর্ণ কাজের সময় মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
জাতীয় সাফাই কর্মচারী কমিশনের (এনসিএসকে) দায়িত্ব ও কাজের পরিধি নিম্নরূপ:
(ক) সাফাই কর্মচারীদের সামাজিক অবস্থান, সুযোগ-সুবিধা ও অধিকার সংক্রান্ত বৈষম্য দূর করতে কেন্দ্রীয় সরকারকে নির্দিষ্ট কর্মসূচির সুপারিশ করা।
(খ) সাফাই কর্মচারী ও বিশেষত ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারদের (যন্ত্রপাতি যারা শৌচালয়, পয়ঃপ্রণালী ইত্যাদি পরিষ্কার করেন) সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনার কার্যকারিতা অধ্যয়ন ও মূল্যায়ন করা।
(গ) নির্দিষ্ট অভিযোগের তদন্ত করা এবং স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়া, যেমন: (১) কোনো নির্দিষ্ট সাফাই কর্মচারী গোষ্ঠীর জন্য গৃহীত কর্মসূচি বা পরিকল্পনার বাস্তবায়ন না হওয়া, (২) সাফাই কর্মচারীদের দুর্দশা লাঘবের জন্য গৃহীত সিদ্ধান্ত, নীতি বা নির্দেশিকা উপেক্ষিত হওয়া, (৩) সাফাই কর্মচারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে ব্যর্থতা ইত্যাদি।
(ঘ) সাফাই কর্মচারীদের কাজের পরিবেশের, বিশেষত স্বাস্থ্য-সুরক্ষা ও মজুরির পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা।
(ঙ) সাফাই কর্মচারীদের যে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতাকে গুরুত্ব দিয়ে তা নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেওয়া।
(চ) যে কোনো অন্য বিষয় যা কেন্দ্রীয় সরকার কমিশনের কাছে পাঠাবে, তার পর্যালোচনা করা ও সুপারিশ প্রদান করা।
*****
SKC/ADK/KMD
(Release ID: 2101099)
Visitor Counter : 18