দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভারতের প্রতিনিধিত্বে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী
Posted On:
20 JAN 2025 10:02PM by PIB Kolkata
নয়াদিল্লি,২০ জানুয়ারি, ২০২৪
সুইজারল্যান্ডের ডাভোস – ক্লস্টার্সে ২০ থেকে ২৪ জানুয়ারী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক ২০২৫ -এ ভারতের প্রতিনিধিত্ব করছেন কেন্দ্রীয় দক্ষতা বিকাশ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী। বিভিন্ন দেশের সরকারী ও বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এবছর বৈঠকে উদ্ভাবনমূলক অংশীদারিত্ব এবং বিশ্বের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা নিয়ে মূলত আলোচনা হবে। কেন্দ্রীয় দক্ষতা বিকাশ প্রতিমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, ভারতের অর্থনৈতিক কর্মকান্ডে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, ধারাবাহিক বিকাশ এবং বিশ্ব অর্থনৈতিক অংশীদারিত্বের মতো বিষয়গুলিতে এদেশের বার্তা তুলে ধরবেন।
সুইজারল্যান্ডে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরীকে স্বাগত জানান সেখানে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত শ্রী মৃদুল কুমার।
ওয়ার্ল্ড ইকেনমিক ফোরামের এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রের ৩ হাজারেরও বেশি প্রতিনিধি যোগ দিচ্ছেন।
SC/AC /SG
(Release ID: 2094760)
Visitor Counter : 50