বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
অ্যালজাইমার রোগ নিরাময়ে নতুন আশার সঞ্চার করছে আয়ুর্বেদ
Posted On:
17 JAN 2025 4:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৫
অ্যালজাইমার, স্মৃতিভ্রংশ সহ বিভিন্ন স্নায়ু সম্বন্ধীয় নানা রোগের চিকিৎসায় বহুমুখী পদক্ষেপ হিসেবে আয়ুর্বেদ নতুন আশার সঞ্চার ঘটিয়েছে বলে এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে। অ্যামিলয়েড প্রোটিনস এবং পেপটাইড স্নায়ু রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কলকাতার বোস ইন্সটিটিউটের অধ্যাপক অনির্বান ভুঁইয়া এবং তাঁদের দুটি দল এই চিকিৎসায় পৃথক কৌশলের আশ্রয় নেন। প্রথমত তাঁরা রাসায়নিক বিক্রিয়া সঞ্জাত পেপটাইডসকে অ্যামিলয়েড বিটা সঞ্চার প্রতিরোধক হিসেবে কাজে লাগান তাঁরা। দ্বিতীয়ত, প্রাচীন প্রথাগত ভারতীয় চিকিৎসায় আয়ুর্বেদ থেকে তারা লাসুনাদ্যঘৃত এই স্নায়বিক রোগের ক্ষেত্রে ঔষধ হিসেবে ব্যবহার করেন। দেখা যায়, হতাশা নিরাময় এবং স্নায়বিক রোগের ক্ষেত্রে এই আয়ুর্বেদ চিকিৎসার উল্লেখযোগ্য সাফল্য।
গবেষণায় দেখা গেছে, অ্যালজাইমার আক্রান্তরা আয়ুর্বেদ চিকিৎসায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এছাড়াও ডা: ভুঁইয়া লক্ষনৌ বিশ্ববিদ্যালয়ের ষ্টেট আয়ুর্বেদিক কলেজের ডাক্তার, আয়ুর্বেদ বিশেষজ্ঞ সঞ্জীব রাস্তোগীর সঙ্গে যৌথ গবেষণায় দেখিয়েছেন যে রাসায়নিক বিক্রিয়া সঞ্জাত পেপটাইডস –এর থেকে প্রাকৃতিক গুণমান সম্পন্ন আয়ুর্বেদ চিকিৎসা অনেক বেশি কার্যকরী। তাঁদের এই গবেষণা বিখ্যাত বায়োফিজিক্যাল কেমিস্ট্রি সাময়িক পত্রে প্রকাশিত হয়। এই গবেষণা অ্যালজাইমার রোগীদের ক্ষেত্রে আয়ুর্বেদ তথা প্রাচীন ভারতীয় প্রথাগত চিকিৎসায় সাফল্যের দিককে তুলে ধরে। তাঁদের বিশ্বাস প্রাকৃতিক উপায়ে এই চিকিৎসা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত রোগীদের জীবনের মানোন্নয়নে সাহায্য করবে।
SC/ AB /AG
(Release ID: 2093987)
Visitor Counter : 5