সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

১১-১৪ জানুয়ারি ২০২৫, সৌদি আরব সফর করলেন কিরেন রিজেজু

Posted On: 14 JAN 2025 9:53PM by PIB Kolkata

 নয়াদিল্লি,  ১৪ জানুয়ারি, ২০২৫


  
সংখ্যালঘু বিষয়ক এবং সংসদীয় মন্ত্রী শ্রী কিরেন রিজেজু চলতি বছরের ১১-১৪ জানুয়ারি সৌদি আরব সফর করেছেন। আসন্ন হজ যাত্রার প্রস্তুতি নিয়ে এই সফরে শ্রী রিজেজু গুরুত্বপূর্ণ বৈঠক করেন। হজ যাত্রা নিয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। শ্রী রিজেজু হাজি ও উমরাদের সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। সৌদি আরবের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করেন। জেড্ডা ও মদিনাতে ভারতীয় হজ তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। 
হজ তীর্থযাত্রা নিয়ে চুক্তিতে ভারতের পক্ষে শ্রী রিজেজু এবং সৌদি আরবের পক্ষে হজ ও উমরা সংক্রান্ত মন্ত্রী ডঃ তফিক বিন ফজান আল রাবিয়া স্বাক্ষর করেছেন। এই চুক্তি অনুযায়ী ভারতের জন্যে ১,৭৫,০২৫ জন হজ তীর্থ যাত্রীর কোটা নির্দিষ্ট হয়েছে। 

শ্রী রিজেজু জেড্ডায় সৌদি হজ ও উমরা মন্ত্রক আয়োজিত চতুর্থ হজ ও উমরা সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। বার্ষিক এই আন্তর্জাতিক সম্মেলনে হজ ও উমরা পরিষেবা ক্ষেত্রের বিশেষজ্ঞ, গবেষক ও সিদ্ধান্তকারীরা অংশগ্রহণ করেন। 

শ্রী রিজেজু সৌদি আরবের হজ ও উমরা সংক্রান্ত মন্ত্রী ডঃ তফিক বিন ফজান আল রাবিয়ার সঙ্গে সাক্ষাৎ করে হজের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। 

রিয়াধে শ্রী রিজেজু সৌদি পরিবহণ মন্ত্রী সালে বিন নাসির আল জাসারের সঙ্গে বৈঠকে ভারতীয় তীর্থযাত্রীদের পরিবহণ পরিষেবা নিয়ে কথা বলেন। 

শ্রী রিজেজু মদিনা প্রদেশের ডেপুটি গভর্নর যুবরাজ সাউদ বিন খালিদ বিন ফায়জল আল সাউদ-এর সঙ্গে বৈঠক করেন। মদিনায় ভারতীয় তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থাপনা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।         

 

SC/ SD /AG


(Release ID: 2093040) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Hindi