প্রতিরক্ষামন্ত্রক
পূর্বাঞ্চলীয় নৌ-কম্যান্ড ‘ডেয়ার স্কোয়্যার’ মোটরসাইকেল অভিযানের সূচনা করল
Posted On:
13 JAN 2025 7:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৫
বিশাখাপত্তনমে ‘ডেয়ার স্কোয়্যার’ মোটরসাইকেল অভিযানের সূচনা করলেন ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা। এই বাইক মিছিল যাবে অযোধ্যা পর্যন্ত।
আইএনএস রণবিজয়-এর ৩৭তম বার্ষিকী উপলক্ষে মেসার্স বাজাজ পালসার-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই বাইক মিছিল যাবে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে দিয়ে। ভারতীয় স্থলসেনার ডোগরা রেজিমেন্টের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার অন্যতম উদাহরণ এই বাইক মিছিল। এর উদ্দেশ্য হল, মানসিক স্বাস্থ্য এবং কল্যাণের ক্ষেত্রে মানুষকে সচেতন করে তোলা। সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার প্রসারও এখানে অন্যতম লক্ষ্য।
SC/AC/DM
(Release ID: 2092757)
Visitor Counter : 15