যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

সমৃদ্ধ আলোচনা, সৃজনশীল প্রতিযোগিতা এবং অনুপ্রেরণামূলক অধিবেশনের মাধ্যমে 'বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়ালগ ২০২৫ "-এর সূচনা হলো

Viksit Bharat Young Leaders Dialogue 2025 Kicks Off with Dynamic Discussions, Creative Competitions and Inspirational Sessions

Posted On: 10 JAN 2025 6:53PM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ জানুয়ারী, ২০২৫: কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ"-এর সূচনা করেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ ম্যান্ডভ্য। জাতীয় যুব দিবসের প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানটি একটি রূপান্তরকারী প্ল্যাটফর্মের সূচনা করেছে। সারা দেশ থেকে আগত তরুণ -তরুণীদের বুদ্ধিদীপ্ত আলোচনা, সৃজনশীল প্রতিযোগিতা এবং সমৃদ্ধ অভিজ্ঞতাকে একমঞ্চে সঞ্চারিত করতে চলেছে এই আয়োজন। দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৩০ লক্ষ যুব অংশগ্রহণকারীদের মধ্য থেকে এক বলিষ্ঠ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মূল আয়োজনে অংশ নেবার জন্য প্রতিনিধিদের নির্বাচন করা হয়।

আজ এক অনুপ্রেরণামূলক অধিবেশনেই মধ্য দিয়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠেয় এই বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৫ শুরু হয়েছে। সারা দেশ থেকে তিন হাজারেরও বেশি যুব নেতৃত্ব এই অধিবেশনে যোগ দিয়েছেন। প্রারম্ভিক অধিবেশনে যুব বিষয়ক দপ্তরের সচিব মীতা রাজীবলোচন এর ভাষণ অধিবেশনে অংশগ্রহণকারীদের মধ্যে গভীরভাবে অনুরণিত হয়েছে| ভারতের ভবিষ্যত গঠনে তারাও  যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে তাদের দায়িত্ববোধ তোলার আহবান জানান তিনি।

অধিবেশনের আজকের দিনে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মকান্ডের মাধ্যমে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা বিকশিত ভারতের দশটি মূল বিষয়ের উপর প্রতিযোগিতা, সাংস্কৃতিক এবং গুরুত্বপূর্ন উপস্থাপনা তুলে ধরেন।

এদিন বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৫-এ সৃজনশীল প্রতিযোগিতার একটি প্রাণবন্ত অনুষ্ঠানে পরিনত হয়।যেখানে অংশগ্রহণকারীরা তাদের প্রতিভার সাক্ষর রাখার পাশাপাশি বিকশিত ভারত নির্মানের জন্য তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ লাভ করেন। ছবি আঁকা, গল্প লেখা, সঙ্গীত, নৃত্য, বক্তৃতা এবং কবিতার প্রতিযোগিতায় যুবারা দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সৃজনশীলতার সাথে তাদের ধারণা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করতে পেরেছেন।

  

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৫-এ রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের যুববিষয়ক বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হয়েছে, যা যুবাদের শিক্ষা, দক্ষতা বিকাশ, এবং সংস্কৃতির ক্ষেত্রে অভিজ্ঞতা র সঞ্চার করবে। এছাড়াও, বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত যুব প্রতিনিধিরা তাঁদের উদ্ভাবনী প্রকল্পগুলি এই অধিবেশনে তুলে ধরেছেন।

অধিবেশন শেষে  অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা প্রধানমন্ত্রী সংগ্রহালয় ঘুরে দেখেন। যেখানে দক্ষ প্রশাসন পরিচালনা এবং ভারতের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে অবহিত হবার পাশাপাশি দেশের নেতৃত্বের অবদান সম্পর্কে আরও জানার সুযোগ করে দিয়েছিল।

  

কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদ সদস্যদের দ্বারা আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহনের মাধ্যমে এই অধিবেশন শেষ হয়। যেখানে যুবসমাজ এবং দেশের মূল নীতিনির্ধারকদের মধ্যে প্রত্যক্ষ মত বিনিময় হয়।

যারা ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার দিকে চালিত করবে সেই সব পরবর্তী প্রজন্মের নেতা, চিন্তাবিদ এবং উদ্ভাবকদের পরিপোষণের ক্ষেত্রে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৫ একটি মাইলফলক হয়ে উঠবে বলে প্রমান দিয়েছে।

  

'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৫ '-এর দ্বিতীয় দিনে কি থাকবে?
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ ম্যান্ডভ্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রক্ষা খড়সে’র নেতৃত্বে এক অধিবেশনের মাধ্যমে 'বিকাশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৫ 'এর দ্বিতীয় দিন শুরু হবে। পূর্ণাঙ্গ অধিবেশনে আনন্দ মাহিন্দ্রার মতো বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন, যিনি অনুষ্ঠানের বিভিন্ন দিক নির্ধারণ করবেন। এরপর শচীন বনসল, প্রত্যুষ কুমার, রোমালো রাম, রনি স্ক্রুওয়ালা, ও. পি চৌধুরী, ডঃ সরিতা আহলাওয়াত,  রিতেশ আগরওয়াল, বাইচুং ভুটিয়া, সুহেল নারায়ণ, পবন গোয়েঙ্কা,  অনিকেত দেব, অমিতাভ কান্ত, ডঃ এস সোমনাথ, চাভি রাজাওয়াত, কল্পনা সরোজ, আনন্দ কুমার, মল্হার কলম্বে,  পালকি শর্মা,  জাহ্নবী সিং এবং জন্টি রোডসের মতো বিশেষজ্ঞরা ১০ টি মূল বিষয় নিয়ে আলোচনা করবেন। দেশের ঐক্য, বৈচিত্র্য এবং অগ্রগতির প্রতীক হিসাবে ঐতিহ্যবাহী এবং আধুনিকতার পরিবেশনের সংমিশ্রণে উপস্থাপন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান- 'কালারস অফ বিকশিত ভারত। যার মাধ্যমে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের উদযাপন করে অধিবেশনেই সমাপ্তি হবে।

***


SKC/KG/PS/KMD


(Release ID: 2091970) Visitor Counter : 14


Read this release in: English