প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

উদ্যোগপতি নিখিল কামাথ-এর পডকাস্টে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 10 JAN 2025 7:57AM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০২৪ (পিআইবি): প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর রাজনৈতিক যাত্রাপথ এবং ব্যাক্তিগত দৃষ্টিকোণ সম্পর্কে যে অন্তর্দর্শন তা একটি আসন্ন পডকাস্টে উপভোগ করেছেন। পডকাস্টটির সৃজন ও প্রযোজনা করেছেন উদ্যোগপতি নিখিল কামাথ।

নিখিল কামাথ-এর করা একটি পোস্টের প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে বলেছেন:

“আমি আশা করি এটা আমরা প্রত্যেকেই উপভোগ করছি যেমন আপনি নিজেও এটা সৃজন করার বেলায় উপভোগ করেছেন।”

***

SKC/SRC/KMD


(Release ID: 2091764) Visitor Counter : 8


Read this release in: English