শিল্পওবাণিজ্যমন্ত্রক
জৈব উৎপাদন সংক্রান্ত জাতীয় কর্মসূচির অষ্টম পর্বের সূচনা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল
Posted On:
09 JAN 2025 8:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৫
আগামী তিন বছরে ভারত থেকে জৈব পদ্ধতিতে উৎপাদিত কৃষি পণ্য রপ্তানীর মূল্যমান ২০ হাজার কোটি টাকায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দিল্লির পুসায় ভারতরত্ন সি সুব্রমনিয়াম প্রেক্ষাগৃহে আজ জৈব উৎপাদন সংক্রান্ত জাতীয় কর্মসূচির অষ্টম পর্বের সূচনা অনুষ্ঠানে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল।
অনুষ্ঠানে শ্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ, সমবায় প্রতিমন্ত্রী শ্রী মুরলীধর মহল সহ বিশিষ্ট জনেরা এ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পোর্টালের সূচনা করেন। আজ চালু হওয়া ট্রেসনেট ২.০ পোর্টালে তৈরি হওয়া প্রথম ৫টি শংসাপত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে।
জৈব কৃষির উপর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিচ্ছেন, একথা পুনরায় উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, কৃষক উৎপাদক সংগঠনগুলির মাধ্যমে জৈব কৃষি ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান করছে সরকার। এই ধরনের পরিবেশ-বান্ধব কৃষি পদ্ধতি জল সঙ্কটের মোকাবিলা এবং কীটনাশক জনিত নেতিবাচক প্রভাব দূর করার সহায়ক। উৎপাদনশীলতা এবং উপার্জন বৃদ্ধির কারণে এই ধরনের চাষের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তিনি আরও বলেন, জৈব পণ্যের প্যাকেজিং এবং বিপণনে গুরুত্ব দিয়ে কৃষকরা যাতে ন্যায্য দাম পান, তা নিশ্চিত করা দরকার। এ ধরনের চাষাবাদের ক্ষেত্রে আমূল, নাফেড কিংবা এনসিওএল – এর মতো প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী।
সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে জৈব পণ্য রপ্তানীতে ভারতের স্থান ক্রমেই তালিকার উপরের দিকে উঠছে।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্য সরকার ও ভিন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
SC/AC/SB
(Release ID: 2091751)
Visitor Counter : 6