যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক্স – এর প্রস্তুতি শুরু করার জন্য ১৫২তম এমওসি বৈঠকে পৌরোহিত্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া

Posted On: 07 JAN 2025 8:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২৫ 

 

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে মিশন অলিম্পিক সেল (এমওসি) – এর ১৫২তম বৈঠকে পৌরোহিত্য করলেন। 
বৈঠকের মূল বিষয় ছিল – এমওসি’র নতুন সদস্যদের সঙ্গে পরিচিত হওয়া এবং লস অ্যাঞ্জেলস ২০২৮ অলিম্পিক্স – এ ভারতের পদকের সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা। 
কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন ক্রীড়া সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অসরকারি নানা সংগঠনকে নিয়ে ভারতের ক্রীড়া পরিমণ্ডলের সর্বাত্মক উন্নয়নের বিষয়টিতে জোর দেন ডঃ মান্ডভিয়া।
তিনি বলেন, অলিম্পিকের মতো প্রতিযোগিতায় পদক জেতার জন্য প্রস্তুতির ক্ষেত্রে ছ’মাস কিংবা এক বছর সময় যথেষ্ট নয়। এজন্য দীর্ঘ অধ্যবসায়ের প্রয়োজন। সেকথা মাথায় রেখে দেশের ক্রীড়া পরিকাঠামোকে বিশ্বমানের করে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতকে খেলাধূলার ক্ষেত্রেও সুপার পাওয়ার করে তুলতে চান। 
অলিম্পিকে পদকজয়ী গগন নারাং, পুল্লেলা গোপীচাঁদ (ভাইস প্রেসিডেন্ট, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া), দ্রোণাচার্য সম্মানজয়ী প্যারা-প্রশিক্ষক ডঃ সত্যপাল সিং, অর্জুন পুরস্কার জয়ী প্রশান্তি সিং সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ক্রীড়া মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। 
আলোচনায় ব্রিসব্রেন ২০৩২ – এর কথা মাথায় রেখে প্রতিভাসম্পন্ন খেলোয়াড়দের চিহ্নিত করার জন্য একটি উপযুক্ত ব্যবস্থাপনা গড়ে তোলা এবং প্রশিক্ষণের জন্য খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের কাজে লাগানোর বিষয়টিও উঠে আসে। 

 

SC/AC/SB


(Release ID: 2091108) Visitor Counter : 9