আয়ুষ
azadi ka amrit mahotsav

আয়ু্র্বেদের পরবর্তী বড় পদক্ষেপ : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সেন্ট্রাল আয়ু্র্বেদ রিসার্চ ইনস্টিটিউটের নতুন ভবনের শিলান্যাস করেছেন

Posted On: 05 JAN 2025 7:00PM by PIB Kolkata

নতুন দিল্লি ৫ জানুয়ারি ২০২৫

 

স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যেতে এবং চিরাচরিত ওষুধের প্রসার ঘটানোর লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রেহিনীতে সেন্ট্রাল আয়ু্র্বেদ রিসার্চ ইনস্টিটিউটের নতুন ভবনের ভার্চুয়াল শিলান্যাস করেছেন। তিনি বলেছেন, এটি আয়ুর্বেদের পরবর্তী বড় পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব এবং অন্যান্য বিশিষ্টজন।
দরিদ্রতম মানুষের কাছে সুলভ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর সরকারের নজর থাকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার আয়ুষ এবং আয়ুর্বেদের মতো চিরাচরিত ভারতীয় ঔষধ ব্যবস্থার প্রসার ঘটাচ্ছে। তিনি বলেন, গত এক দশকে আয়ুষ ব্যবস্থা ১০০-র বেশি দেশে ছড়িয়ে পড়েছে। চিরাচরিত ওষুধ সংক্রান্ত প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠান ভারতে স্থাপিত হওয়ার ওপর আলোকপাত করেন তিনি। তিনি আরও বলেন, কয়েক সপ্তাহ আগে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন। শ্রী মোদী বলেন যে, আজ সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটের শিলান্যাস করা হয়েছে। তিনি এই সাফল্যের জন্য দিল্লির মানুষকে বিশেষভাবে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “বিশ্বের স্বাস্থ্য এবং সুস্থতার রাজধানী হওয়ার প্রভূত সম্ভাবনা আছে ভারতের।” তিনি বলেন, সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন “মেক ইন ইন্ডিয়ার পাশাপাশি ‘হিল ইন ইন্ডিয়া মন্ত্র নেবে সারা বিশ্ব।” তিনি জানান, বিদেশিরা যাতে ভারতে আয়ুষ চিকিৎসা লাভ করে তারজন্য বিশেষ আয়ুষ ভিসার সুবিধার সূচনা করা হয়েছে। কিছুদিনের মধ্যেই অগণিত বিদেশি এই সুবিধা লাভ করবেন। 
অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই প্রতিষ্ঠান গবেষণা এবং স্বাস্থ্য পরিষেবার মান বাড়াবে. সারা দেশের লক্ষ লক্ষ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।”
রোহিনীতে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউটে এই সংক্রান্ত অনুষ্ঠান উত্তর-পশ্চিম দিল্লির সাংসদ শ্রী যোগেন্দ্র চান্দোলিয়া, আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা এবং মন্ত্রক ও প্রতিষ্ঠানের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

SC/AP/CS


(Release ID: 2090445) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi