সহযোগিতা মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সহযোগিতা মন্ত্রকের মন্ত্রী শ্রী অমিত শাহ ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিক লিমিটেডের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন
দেশের সমস্ত প্যাকস-কে জৈব মিশনের সঙ্গে যুক্ত করা উচিত এবং জৈব পণ্যের প্রসারে অভিযান শুরু করা উচিত
Posted On:
01 JAN 2025 7:59PM by PIB Agartala
নয়াদিল্লি, ১লা জানুয়ারী, ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সহযোগিতা মন্ত্রকের মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকে ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিক লিমিটেডের একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। সহযোগিতা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী মুরলীধর মোহল, সচিব শ্রী আশিস কুমার ভুটানি, অতিরিক্ত সচিব শ্রী পঙ্কজ বনসল, ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিক লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী মিনেশ শাহ এবং নাবার্ডের চেয়ারম্যান শ্রী শাজি কে. ভি এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রী অমিত শাহ বলেন, দেশের সমস্ত পিএসিএস (প্যাকস)-কে জৈব মিশনের সঙ্গে যুক্ত করা উচিত এবং জৈব পণ্যের প্রচারের জন্য একটি অভিযান শুরু করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, জৈব পণ্যের উৎস চিহ্নিত করতে এবং জৈব পণ্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে বিশেষ মনোযোগ দিতে হবে। শ্রী অমিত শাহ বলেন, "ভারত অর্গানিক" ব্র্যান্ডের আওতায় কৃষকদের মাধ্যমে গ্রাহকদের কাছে খাঁটি জৈব পণ্যের একটি শক্তিশালী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার দিকে ন্যাশনাল কোঅপারেটিভ অরগানিক্স লিমিটেড (এনসিওএল)-এর নজর দেওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন যে এনসিওএল-এর উচিত "ভারত অর্গানিক" এর পণ্যগুলির প্রতিটি ব্যাচের বাধ্যতামূলক পরীক্ষা নিশ্চিত করা, যাতে গ্রাহকরা বাজারে বিশুদ্ধ, খাঁটি জৈব পণ্য পেতে পারেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই লক্ষ্য অর্জনের জন্য আমুল ডেয়ারি এবং এনডিডিবি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কৃষকদের জৈব চাষ করতে উৎসাহিত করা প্রয়োজন।
শ্রী অমিত শাহ বলেন, কৃষকদের নিজেদের জৈব পণ্যের ন্যায্য ও আকর্ষণীয় মূল্য পাওয়া দৰকাৰ, যাতে তাঁরা জৈব চাষে উৎসাহিত হন ও জৈব চাষের প্রসার ঘটাতে পারেন । শ্রী শাহ এনসিওএল এবং সহযোগিতা মন্ত্রককে "ভারত অর্গানিক" এর জৈব পণ্য নিয়ে আমুলের সঙ্গে একটি বৈঠক করতে এবং কৃষকদের স্বার্থে জৈব আটা ও জৈব অড়হর ডালের মূল্য নির্ধারণ করতে বলেছেন যাতে তারা জৈব চাষ করতে উৎসাহিত হয়। তিনি আরও উল্লেখ করেন যে, একবার কৃষকরা বেশি দাম পেতে শুরু করলে তাঁরা অবশ্যই জৈব চাষের দিকে ঝুঁকতে অনুপ্রাণিত হবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী বলেন, বিপণন যদি ভালো হয়, তাহলে জৈব পণ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে ও নিঃসন্দেহে সারা দেশে এই পণ্যগুলির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি আসন্ন উৎসবের সময় জৈব পণ্যের প্রচারের আহ্বান জানান। শ্রী অমিত শাহ বলেন, দেশের সমস্ত প্যাকস -কে জৈব কৃষি পণ্যের উৎস, জৈব পণ্য বিক্রির কেন্দ্র এবং বীজ বিক্রির কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত, যাতে এন সিওএল, এনসিইএল এবং বিবিএসএসএল-এর মতো জাতীয় সমবায় প্রতিষ্ঠানগুলিকেও উৎসাহিত করা যায়। তিনি আরও বলেন, দুই লক্ষ সমবায় সমিতিতে অন্তত একজন করে তরুণ কৃষককে অন্তর্ভুক্ত করা উচিত, যিনি ভবিষ্যতে তাঁর এলাকায় স্থানীয় সমবায় কাঠামোকে শক্তিশালী করতে অনুপ্রেরণাকরি হিসাবে কাজ করতে পারেন। শ্রী শাহ প্যাকস সদস্যদের পাশাপাশি কৃষকদের যথাযথ প্রশিক্ষণের উপরও জোর দেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সহযোগিতা মন্ত্রকের সহযোগিতায় নাবার্ডের উচিত প্যাকস -এর জন্য একটি নতুন ব্যবস্থা তৈরি করা, যাতে প্রত্যেক কৃষককে তার সামর্থ্য অনুযায়ী ঋণ দেওয়া যায়।
***
SKC/KG/PS/KMD
(Release ID: 2089467)
Visitor Counter : 14