যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৪ সাল _পর্যালোচনা: ক্রীড়া মন্ত্রক

ভারতীয় ক্রীড়ার জন্য একটি যুগান্তকারী বছর

Posted On: 20 DEC 2024 1:28PM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর ২০২৪: ২০২৪ সালটি ভারতীয় ক্রীড়ার জন্য একটি স্মরণীয় বছর৷ এবছর ভারত বিশ্ব মঞ্চে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে । প্যারিস প্যারালিম্পিক গেমসে রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স করা থেকে শুরু করে দাবায় ঐতিহাসিক জয় এবং খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণের প্রসার সহ ভারত একাধিক বিভাগে তার ক্রমবর্ধমান দক্ষতাকে তুলে ধরেছে। এই অসাধারণ সাফল্যসমূহ ক্রীড়া শ্রেষ্ঠত্বকে উৎসাহিত করতে এবং ভবিষ্য প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য দেশের সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন৷

২০২৪ সালের প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসে ভারতের উল্লেখযোগ্য সাফল্য:

ভারত প্যারিস অলিম্পিক গেমস ২০২৪-এ ১টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ সহ ৬টি পদক জিতেছে। ক্রীড়াবিদ মনু ভাকের, সরবজ্যোত সিং এবং স্বপ্নিল কুসলে তিনটি ব্রোঞ্জ পদক ঘরে এনেছিলেন। উপরন্তু, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ে রৌপ্য পদক অর্জন করেছিলেন, আমন সেহরাওয়াত কুস্তিতে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং ভারতীয় হকি দল সফলভাবে তার ব্রোঞ্জ পদক রক্ষা করেছিল। জাতীয় গর্বের মুহূর্তে, ১৫ আগস্ট ২০২৪ তারিখে লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের সময় সমস্ত পদকজয়ী ক্রীড়াবিদকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন।

২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত প্যারিস প্যারালিম্পিক গেমসে ভারত তার বৃহত্তম দল নিয়ে ইতিহাস তৈরি করেছিল। ভারতের ক্রীড়াবিদরা একটি ব্যতিক্রমী পারফরম্যান্স প্রদান করে, ৭ টি স্বর্ণ, ৯ টি রৌপ্য এবং ১৩ টি ব্রোঞ্জ সহ ২৯ টি পদক জিতে পদক তালিকায় ১৮ তম স্থান অর্জন করেছে। এই ঐতিহাসিক পারফরম্যান্স প্যারালিম্পিকের ইতিহাসে দেশের সেরা সাফল্য।

দাবায় যুগান্তকারী অর্জন: ফিদে দাবা অলিম্পিয়াড ও বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ:

হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম ফিদে দাবা অলিম্পিয়াডে ভারতের দাবা দক্ষতা নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে ভারতীয় পুরুষ ও মহিলা দাবা দল উভয়ই স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছে। গুকেশ ডি, প্রজ্ঞানন্দ আর, অর্জুন এরিগাইসি এবং বিদিত গুজরাথির মতো তারকা খেলোয়াড়দের নিয়ে পুরুষদের দলটি প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করেছিল, ১১ টির মধ্যে ১০ টি ম্যাচ জিতেছিল এবং চূড়ান্ত রাউন্ডে স্লোভেনিয়াকে পরাজিত করেছিল। গুকেশ ডি এবং অর্জুন এরিগাইসি তাদের ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করেছেন।

হরিকা দ্রোণাভাল্লি, বৈশালী আর, দিব্যা ধ্মুখ, বন্তিকা আগরওয়াল এবং তানিয়া সচদেবের সমন্বয়ে গঠিত ভারতীয় মহিলা দল চূড়ান্ত রাউন্ডে আজারবাইজানকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরুণ দাবা খেলোয়াড়দের তাদের ঐতিহাসিক কৃতিত্বের জন্য প্রশংসা করেছেন এবং বিজয়ী দলগুলিকে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী কর্তৃক সম্মানিত করা হয়েছে৷ ভারতের দাবার ইতিহাসে এই অসাধারণ সাফল্য উদযাপন করা হয়েছে৷

একটি অসাধারণ কৃতিত্ব হিসেবে ডি গুকেশ সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে পরাজিত করে ২০২৪ সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হিসাবে ইতিহাস তৈরি করেছে।

অস্মিতা মহিলা লিগের সাথে মহিলাদের খেলাধুলার প্রচার:

এএসএমআইটিএ (অ্যাচিভিং স্পোর্টস মাইলস্টোন বাই ইন্সপায়ারিং উইমেন থ্রু অ্যাকশন) মহিলা লিগগুলি সারা দেশে ২০ টি ক্রীড়া বিভাগে পরিচালিত হয়েছে, এমনকি ছোট শহর এবং গ্রাম থেকে মহিলা ক্রীড়াবিদদের যুক্ত করা হয়েছে৷ এখনও পর্যন্ত ৭৬৬টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, ৮৩,৭৬৩ জন মহিলা ক্রীড়াবিদ এই উদ্যোগে অংশ নিয়েছেন, যা খেলাধুলায় মহিলাদের ক্ষমতায়নে ভারতের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

কেআইআরটিআই (খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন) প্রোগ্রাম:

কেআইআরটিআই (খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন) প্রোগ্রামটি ভারত জুড়ে তরুণ ক্রীড়া প্রতিভা সনাক্তকরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম অনুশীলনকে কাজে লাগিয়ে এই কর্মসূচির দুটি ধাপ সম্পন্ন হয়েছে। ৯ থেকে ১৮ বছর বয়সী স্কুলগামী শিশুদের চিহ্নিত করার জন্য দেশব্যাপী ১.৮ লক্ষেরও বেশি মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে, যা একটি নিরবচ্ছিন্ন এবং দক্ষ প্রতিভা সনাক্তকরণ ব্যবস্থাকে নিশ্চিত করে।

রিসেট (অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদ ক্ষমতায়ন প্রশিক্ষণ) প্রোগ্রাম:

অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের ক্ষমতায়নের লক্ষ্যে ২০২৪ সালের ২৯ আগস্ট রিসেট (রিটায়ার্ড স্পোর্টসপার্সন এমপাওয়ারমেন্ট ট্রেনিং) প্রোগ্রাম চালু করা হয়েছিল। প্রোগ্রামটি অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার সাথে সজ্জিত করে, তাদের বিভিন্ন ক্যারিয়ার খাতে আরও কর্মসংস্থানযোগ্য করে তোলে। ১৮ টি শাখায় ১৪ টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এখনও পর্যন্ত সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন।


***


SKC/DM/KMD


(Release ID: 2086802) Visitor Counter : 215


Read this release in: English