স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু ও কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন

Posted On: 19 DEC 2024 8:30PM by PIB Agartala

নতুন দিল্লি ১৯ ডিসেম্বর ২০২৪: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু ও কাশ্মীর নিয়ে এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ডিরেক্টর (আইবি), র' এর প্রধান, সেনাপ্রধান, জিওসি-ইন-সি (নর্দার্ন কমান্ড) ডিজিএমও, জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব ও ডিজিপি, কেন্দ্রী সশস্ত্র পুলিশ বাহিনীর প্রধান গণ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর "জিরো টলারেন্স' নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব 'সন্ত্রাস মুক্ত জম্মু ও কাশ্মীর "-এর লক্ষ্য পূরণ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এর জন্য সমস্ত সহায়-সংস্থান প্রদান করা হবে। তিনি বলেন, মোদী সরকার সমস্ত নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টায় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের উপর সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রী অমিত শাহ বলেন, জম্মু ও কাশ্মীরের জনগণের বিধানসভা ও লোকসভা নির্বাচনে অভূতপূর্ব অংশগ্রহণ প্রমাণ করে যে দেশের গণতন্ত্রের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সন্ত্রাসবাদী ঘটনা, অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলিতে যুবকদের অংশগ্রহণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য নিরাপত্তা সংস্থাগুলির পদক্ষেপের প্রশংসা করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও সমবায় মন্ত্রী বলেন, মোদী সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রায় শেষ হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল করতে সমস্ত নিরাপত্তা সংস্থাকে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ আঞ্চলিক আধিপত্য বজায় রাখা ও সাথে শূন্য সন্ত্রাস পরিকল্পনা মিশন মোডে  বাস্তবায়নের উপর জোর দেন।

***

SKC/KG/PS


(Release ID: 2086394) Visitor Counter : 5


Read this release in: English