স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ রায়গড়ে ছত্তিশগড় পুলিশকে মর্যাদাপূর্ণ 'প্রেসিডেন্ট'স কালার' পুরস্কার প্রদান করেন

তিনি মাওবাদীদেরকে অস্ত্র ত্যাগ করে সমাজের মূলস্রোতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন

Posted On: 15 DEC 2024 4:56PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৪: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ রায়গড়ে ছত্তিশগড় পুলিশকে  মর্যাদাপূর্ণ 'প্রেসিডেন্ট'স কালার' পুরস্কার  প্রদান করেন। তিনি এদিন মাওবাদীদেরকে অস্ত্র ত্যাগ করে সমাজের মূলস্রোতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এক অনুষ্ঠানে ছত্তিশগড় পুলিশকে  রাষ্ট্রপতির দেওয়া মর্যাদাপূর্ণ 'প্রেসিডেন্ট'স কালার' খেতাব প্রদানের ওই  অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, ২০২৬ সালের ৩১শে মার্চের আগে ছত্তিশগড়কে নকশাল মুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের সংকল্প পূরণের লক্ষ্যে ছত্তিশগড় পুলিশ পূর্ণ সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে নকশাল বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই এবং উপ-মুখ্যমন্ত্রী শ্রী বিজয় শর্মা সহ অন্যান্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

              

মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে সমাজের মূলধারায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছত্তিশগড় সরকার একটি উত্তম আত্মসমর্পণ নীতি প্রবর্তন করেছে এবং আত্মসমর্পণকারী মাওবাদীদের একটি ভাল পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ছত্তিশগড় পুলিশকে রাষ্ট্রপতির দেওয়া নিশান হল তাদের সেবা, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক।  তিনি বলেন, রৌপ্য জয়ন্তী বর্ষে 'প্রেসিডেন্ট'স কালার' গ্রহণ করা বাহিনীর নিরলস কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি, সাহসিকতা এবং জনসাধারণের সাথে গভীর সংযোগের একটি প্রমাণ। আইন-শৃঙ্খলা বজায় রাখা, নকশালবাদের বিরুদ্ধে লড়াই, মাদকমুক্ত ভারত গড়ার অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া, জন-সুরক্ষা নিশ্চিত করা এবং রাজ্যের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সেবার জন্য তিনি ছত্তিশগড় পুলিশের প্রশংসা করেন। শ্রী শাহ তাঁর বক্তব্যে ছত্তিশগড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় রাজ্য পুলিশের অটল নিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

                    

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী শাহ বলেন, আজ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকী। তিনি বলেন, সর্দার প্যাটেলের অতুলনীয় সাহস ও সংকল্পই দেশকে ঐক্যবদ্ধ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩৭০ ধারা বাতিল করে সর্দার প্যাটেলের অপূরিত লক্ষ্য পূরণ করেছেন, যার ফলে কাশ্মীর ভারতের সঙ্গে স্থায়ীভাবে একীভূত হয়েছে। তিনি আরও বলেন, সমগ্র দেশ আজ সর্দার প্যাটেলের প্রতি গভীর কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছে।

             

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক বছরে নকশালবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে । নিরাপত্তা বাহিনী ২৮৭ জন নকশালকে নিষ্ক্রিয় করেছে, ১,০০০ জনকে গ্রেপ্তার করেছে এবং ৮৩৭ জন নকশাল ব্যক্তিকে আত্মসমর্পণ করানোর কাজ সহজ করেছে। তিনি উল্লেখ করেন যে, নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন শীর্ষস্থানীয় নকশাল নেতা। শ্রী শাহ উল্লেখ করেন যে, চার দশকের মধ্যে এই প্রথম নকশাল সহিংসতায় অসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মীদের মৃত্যুর সংখ্যা ১০০-এর নিচে নেমে এসেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে গত এক দশকে নকশালবাদ কার্যকরভাবে দমন করা হয়েছে, যার ফলে গত দশকের তুলনায় নিরাপত্তা কর্মীদের হতাহতের সংখ্যা ৭৩ শতাংশ হ্রাস পেয়েছে এবং অসামরিক ব্যক্তির মৃত্যুর সংখ্যা ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। গত এক বছরে নকশালবাদের ওপর চূড়ান্ত আঘাত হানতে অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ছত্তিশগড় পুলিশের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপরন্তু, তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ছত্তিশগড়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

              

শ্রী শাহ ইল্লেখ করেন যে, ছত্তিশগড় পুলিশ দৃঢ় সংকল্পের সাথে সংগঠিত অপরাধ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জানান, ২০২৪ সালের ১ লা জানুয়ারি থেকে৩০ শে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ১,১০০ টি মাদক সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়েছে, যার ফলে ২১,০০০ কিলো গাঁজা, ৬,০০০ কিলোগ্রাম আফিম এবং প্রায় ১,৯৫,০০০ টি অবৈধ মাদক ট্যাবলেট  বাজেয়াপ্ত  করা হয়েছে। উপরন্তু, এই মামলাগুলির সাথে সম্পর্কিত ১,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও উল্লেখ করেন যে, মাদকদ্রব্য ও  মাদক পদার্থের অবৈধ পাচার প্রতিরোধ আইনের কার্যকর বাস্তবায়নে ছত্তিশগড় সর্বাগ্রে রয়েছে।

***

SKC/PS/KMD


(Release ID: 2084692) Visitor Counter : 19


Read this release in: English