পঞ্চায়েতি রাজ মন্ত্রক
জাতীয় পঞ্চায়েত পুরস্কার বিজয়ীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি, নয়াদিল্লিতে ১১ই ডিসেম্বর
মহিলা নেতৃত্বাধীন পঞ্চায়েতগুলি উজ্জ্বলঃ জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রাপকদের ৪২% মহিলাদের নেতৃত্বে পরিচালিত পঞ্চায়েত
মোট ৪৫টি পুরস্কারের মধ্যে, ত্রিপুরা ৭টি পুরস্কার পাচ্ছে, নগদ পুরস্কার ১০ কোটি টাকা
Posted On:
07 DEC 2024 6:26PM by PIB Agartala
নয়াদিল্লি/আগরতলা,৭ ডিসেম্বর, ২০২৪: ২০২৪ এর জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ১১ই ডিসেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু ওই অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। পঞ্চায়েতি রাজ মন্ত্রক ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় পঞ্চায়েত পুরষ্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে।তৃণমূলস্তর থেকে দীর্ঘ মেয়াদী উন্নয়ন চালানোর ক্ষেত্রে সারা দেশে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি যে সমস্ত কাজ করে চলেছে সেই অনুকরণীয় কাজের প্রচেষ্টাকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার প্রদান। যা আগামীদিনে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা কাঠামোকে সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভুমিকা নেবে।
এই বছর, বিভিন্ন বিভাগের অধীনে ৪৫ জন পুরস্কারপ্রাপ্তকে নির্বাচিত করা হয়েছে, যারা তৃণমূলস্তরে সুদক্ষ ভাবে প্রশাসন পরিচালনা এবং দীর্ঘ মেয়াদী উন্নয়নের জন্য সাফল্যের সাথে কাজ করেছে। এই বিভাগগুলির মধ্যে রয়েছে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার, নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার, গ্রাম উর্জা স্বরাজ বিশেষ পঞ্চায়েত পুরস্কার, কার্বন নিরপেক্ষ বিশেষ পঞ্চায়েত পুরস্কার এবং পঞ্চায়েত ক্ষমতা নির্মাণ সর্বোত্তম সংস্থান পুরস্কার।এই পুরষ্কারগুলি দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিশু কল্যাণ, পর্যাপ্ত জল, স্যানিটেশন, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু স্থায়িত্বের মতো ক্ষেত্রগুলিতে সফল ভাবে কাজ করার স্বীকৃতি দেয়।
এ বছর ১ লক্ষ ৯৪ হাজার গ্রাম পঞ্চায়েত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ৪২টি পুরষ্কারপ্রাপ্ত পঞ্চায়েতের মধ্যে ৪২% পঞ্চায়েত মহিলাদের দ্বারা পরিচালিত। ব্লক স্তর থেকে শুরু করে জাতীয় স্তর পর্যন্ত ৫টি বিভিন্ন কমিটি দ্বারা সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার স্থানীয়করণের (এলএসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয়গত ক্ষেত্রে পঞ্চায়েতের কার্যকারিতা গভীরভাবে মূল্যায়ন করা হয়। এই প্রক্রিয়াটি স্বচ্ছতা বৃদ্ধি এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান (পিআরআই)/গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবকে উৎসাহিত করার জন্য পঞ্চায়েতী রাজ মন্ত্রকের অঙ্গীকারকে বিশেষ ভাবে তুলে ধরে।
জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা আসলে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির প্রশংসনীয় সাফল্য উদযাপনেরই এক মঞ্চ তৈরি করে। এই ঘোষণায় স্থিতিস্থাপক এবং প্রাণবন্ত গ্রামীণ সম্প্রদায় গঠনে পঞ্চায়েতগুলির রূপান্তরকারী ভূমিকার উপরও জোর দেওয়া হয়েছে। এই স্বীকৃতি শুধুমাত্র এই প্রতিষ্ঠানগুলি কর্তৃক গৃহীত ব্যতিক্রমী কাজের স্বীকৃতি প্রদান হিসেবেই দেখা হয় না, বরং অন্যান্য পঞ্চায়েতগুলিকে তাদের অঞ্চলে এই সর্বোত্তম অনুশীলনগুলি র মতো কাজ করে যেতে অনুপ্রাণিত করার জন্যও উৎসাহ দেয়।
রাজ্য ভিত্তিক /শ্রেণী ভিত্তিক পুরস্কৃতদের তালিকে দেখতে ক্লিক করুন :
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/dec/doc2024127466901.pdf
এদিকে, রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে জানানো হয়েছে, প্রদত্ত মোট ৪৫টি পুরস্কারের মধ্যে, ত্রিপুরা একটি অভূতপূর্ব মোট ৭টি পুরস্কার জিতেছে। মোট পুরষ্কারের সংখ্যায়, ত্রিপুরা ওডিশার সাথে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। ত্রিপুরা যে সমস্ত বিভাগে পুরস্কার পেয়েছে তা হল-
১. ত্রিপুরার গোমতি জেলা দেশের সেরা জেলা পঞ্চায়েতগুলির মধ্যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে ভূষিত হচ্ছে এবং এর পুরস্কার মূল্য ৫ কোটি টাকা৷
২. সেরা ব্লক পঞ্চায়েতদের বিভাগে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এর জন্য সারা দেশে দ্বিতীয় সেরা ব্লক হিসেবে নির্বাচিত হয়েছে অমরপুর আরডি ব্লক, পুরস্কার মূল্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা৷
৩. রূপাইছড়ি ব্লকের অধীন মানুবুঙ্কুল ভিলেজ কমিটি দেশের সেরা মহিলা-বান্ধব পঞ্চায়েতের থিমের জন্য দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরষ্কারে পুরস্কৃত হবে, এর পুরস্কার মূল্য ১ কোটি টাকা৷
৪. কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত বিভাগে গ্রাম উর্জা স্বরাজ বিশেষ পঞ্চায়েত পুরস্কারের জন্য দেশের মধ্যে দ্বিতীয় সেরা হিসেবে নির্বাচিত হয়েছে অমরপুর আর ডি ব্লকের ঠকচাহরা গ্রাম পঞ্চায়েত, এর পুরস্কার মূল্য ৭৫ লাখ টাকা।
৫. কুমারঘাট ব্লকের বেতচড়া গ্রাম পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এর তৃতীয় সেরা পঞ্চায়েত হিসেবে পুরস্কার পাচ্ছে দারিদ্র্য মুক্ত এবং উন্নত জীবিকা পঞ্চায়েত থিমের জন্য। এই পঞ্চায়েত সারা দেশে দারিদ্র্য বিমোচন ক্ষেত্রে তৃতীয় হয়েছে। পুরস্কারের মূল্য ৫০ লক্ষ টাকা৷
৬. অমরপুর আর ডি ব্লকের অধীন রাজকং ভিলেজ কমিটি শিশু বান্ধব পঞ্চায়েত থিমের জন্য দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পাচ্ছে; শিশু-বান্ধব পঞ্চায়েত গঠনে তৃতীয় হওয়ার জন্য ৫০ লক্ষ টাকার পুরস্কার পাবে৷
৭. পর্যাপ্ত জল সমৃদ্ধ গ্রাম থিমে দেশের মধ্যে তৃতীয় সেরা হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছে অমরপুর ব্লকের দেববাড়ি গ্রাম পঞ্চায়েত। এজন্য ৫০ লক্ষ টাকার পুরস্কার পাবে দেববাড়ি গ্রাম পঞ্চায়েত।
বিভিন্ন জেলা, ব্লক এবং পঞ্চায়েত মিলিয়ে জাতীয় পঞ্চায়েত পুরস্কার হিসেবে প্রাপ্ত ত্রিপুরা মোট ১০ কোটি টাকা মূল্যের পুরস্কার পাবে।
click here
***
SKC/KG/PS/KMD
(Release ID: 2082233)
Visitor Counter : 14