উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বাঞ্চলের প্রাণবন্ত বস্ত্র শিল্প, কারুশিল্প এবং অনন্য ভৌগোলিক নির্দেশক পণ্যসমূহকে তুলে ধরার জন্য অভূতপূর্ব মঞ্চ অষ্টলক্ষ্মী মহোৎসব

Ashtalakshmi Mahotsav hosts exclusive Investor Roundtable

Posted On: 07 DEC 2024 10:02PM by PIB Agartala

নয়াদিল্লি,  ৭ ডিসেম্বর ২০২৪: উত্তর-পূর্বের আটটি রাজ্য, 'অষ্টলক্ষ্মী' বা সমৃদ্ধির আটটি রূপ হিসাবে পরিচিত, যা ভারতের সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অষ্টলক্ষ্মী মহোৎসব এই অঞ্চলের প্রাণবন্ত বস্ত্র শিল্প, কারুশিল্প এবং অনন্য ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যসমূহ তুলে ধরার জন্য একটি অভূতপূর্ব মঞ্চ হিসেবে উপস্থিত হয়েছে।

প্রাণবন্ত এই অষ্টলক্ষ্মী মহোৎসবে এক বিশেষ বিনিয়োগকারী গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়, যেখানে রাজ্য সরকারের আধিকারিক, কেন্দ্রীয় সরকারি আধিকারিক, শিল্পোদ্যোগী, প্রতিষ্ঠিত ব্যবসায়ীগণ এবং বিনিয়োগকারীদের বিশিষ্ট গোষ্ঠীরা একত্রিত হয়েছিলেন। নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল এধরণের আলোচনাকে উৎসাহিত করা, বিনিয়োগের সুযোগসমূহ নিয়ে অন্বেষণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে উদ্ভাবনী সহযোগিতার জন্ম দেওয়া।

এই গোলটেবিল বৈঠক উত্তর-পূর্ব ভারতে কৃষি, হস্তশিল্প, হস্তচালিত তাঁত, পর্যটন এবং শিক্ষার মতো মূল ক্ষেত্রগুলিতে বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও প্রচারের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিগণিত হয়। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার মন্ত্রক), ডিপিআইআইটি এবং বিভিন্ন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ:

উদ্ভাবনী বিনিয়োগ কৌশল: চিন্তাবিদরা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলার সময় মুনাফা বাড়ানোর জন্য প্রযুক্তি এবং উদ্ভাবনী ব্যবসায়িক মডেলগুলি ব্যবহার করার জন্য নিজেদের মতামত তুলে ধরেছেন।

কৌশলগত অংশীদারিত্ব এবং সমন্বয়ের সম্ভাবনাকে তুলে ধরে রাজ্যসমূহ তাদের বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে মুগ্ধ শ্রোতাদের কাছে তুলে ধরেন৷ উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে আধুনিক ব্যবসায়িক পদ্ধতিতে সংহত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সময় সাংস্কৃতিক শিকড় সংরক্ষণ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।

এই অনুষ্ঠানে রাজ্যসমূহনিজ নিজ রাজ্যে উপলব্ধ বিনিয়োগের বিশাল সম্ভাবনাগুলিকে তুলে ধরেছে।  পরে, সম্ভাব্য বিনিয়োগকারী এবং রাজ্য সরকারগুলির মধ্যেও পারস্পরিক  বৈঠক হয়।

অষ্টলক্ষ্মী মহোৎসব ঐতিহ্য এবং উদ্ভাবনের মধ্যে সমন্বয়কে তুলে ধরেছে৷ এই বৈঠক থেকে এটি নিশ্চিত হয়েছে যে সমৃদ্ধিকে সমাজের সমস্ত বিভাগে ব্যাপকভাবে ভাগ করে নিতে হয়। গোলটেবিল বৈঠকটিগুলিতে মোট ২,৩২৬ কোটি টাকা বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা, যার মধ্য দিয়ে ভারতের বিনিয়োগকারীদের কাছে প্রাণবন্ত উত্তর-পূর্বাঞ্চলের অপরিসীম সম্ভাবনার দিকটিই স্পষ্ট হয়।

***

SKC/DM/KMD


(Release ID: 2082226) Visitor Counter : 19


Read this release in: English