সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় গ্রন্থাগার মিশন

Posted On: 05 DEC 2024 4:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২৪


কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জাতীয় গ্রন্থাগার মিশনের মাধ্যমে নিদর্শ গ্রন্থাগার কর্মসূচির আওতায় প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগার এবং একটি করে জেলা গ্রন্থাগারকে আর্থিক সহায়তা দিচ্ছে। এই সহায়তা প্রদানের কাজ হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের কর্তৃপক্ষ এবং সরাসরি সংস্কৃতি মন্ত্রকের আওতায় থাকা ৬টি গ্রন্থাগারের সুপারিশক্রমে।

সহায়তাবাবদ প্রাপ্ত অর্থ গ্রন্থাগারগুলির পরিকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত বিকাশ, বিশেষভাবে সক্ষমদের সুবিধাজনক ব্যবস্থাপনা তৈরি এবং স্থানীয় ভিত্তিতে প্রাসঙ্গিক পঠন সামগ্রী কেনার কাজে ব্যবহার করা হবে।

সংবিধানের সপ্তম তপশিল অনুযায়ী গ্রন্থাগারের বিষয়টি রাজ্যের। তা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিতে চায়।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত একথা জানিয়েছেন।

নিদর্শ গ্রন্থাগার কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য ২২২.৮১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে ২১৯.৮২ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এই রাজ্যের কোচবিহারে উত্তরবঙ্গ রাজ্য গ্রন্থাগারের জন্য বরাদ্দ হওয়া ৮৬.৯৮ কোটি টাকার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ৭৯.৭৩ কোটি টাকা।

ত্রিপুরার বীরচন্দ্র রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বরাদ্দ হওয়া ২২৩ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে ২২২.৯৩ কোটি টাকা। ওই রাজ্যের উনাকোটি জেলা গ্রন্থাগারকে দিয়ে দেওয়া হয়েছে ৮৬.৯২ কোটি টাকা – বরাদ্দের পরিমাণ ৮৭ কোটি টাকা।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সারা দেশে এবাবদ ৭৯৫২.২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ৪৩০২.৯১ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে।

 

PG/AC/SKD


(Release ID: 2081504) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi , Manipuri