প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

সুগম্য ভারত অভিযানের ৯ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

দিব্যাঙ্গ ভাই-বোনদের জন্য সুলভ্যতা, সমতা ও সুযোগ-সুবিধা আরও বাড়াতে সরকারের অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আমাদের দিব্যাঙ্গ ভাই-বোনদের সাহস ও কৃতিত্ব আমাদের গর্বিত করে: প্রধানমন্ত্রী

Posted On: 03 DEC 2024 4:22PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর ২০২৪, পিআইবি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'সুগম্য ভারত অভিযান'-এর নবম বর্ষপূর্তি উপলক্ষে বলেন, দিব্যাঙ্গ ভাই-বোনদের জন্য সুলভতা, সমতা এবং সুযোগ-সুবিধাকে আরও বাড়িয়ে তুলতে সরকারের অঙ্গীকারবদ্ধ। দিব্যাঙ্গ ভাই-বোনদের সাহস ও কৃতিত্বের প্রশংসা করে শ্রী মোদী বলেন, এই তাঁদের এই কৃতিত্ব আমাদের সকলকে গর্বিত করেছে।

'মাইগভইন্ডিয়া' এবং মোদী আর্কাইভ হ্যান্ডেলসের 'এক্স'-এ একগুচ্ছ পোস্ট করে শ্রী মোদী লিখেছেন:

#9YearsOfSugamyaBharatand এ আজ আমরা আমাদের দিব্যাঙ্গ বোন ও ভাইদের জন্য সলুভতা, সমতা এবং সুযোগকে আরও বাড়িয়ে তুলতে আমাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করছি।

#9YearsOfSugamyaBharat এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "দিব্যাঙ্গ ভাই-বোনদের সাহস ও কৃতিত্ব আমাদের গর্বিত করেছে। প্যারালিম্পিক্সে ভারতের সাফল্য এর এক উজ্জ্বল উদাহরণ। এটি দিব্যাঙ্গজনদের 'করতে পারি' চেতনাকে চিত্রিত করে। "

#9YearsOfSugamyaBharat" পোষ্ট এ তিনি লিখেছেন, "সত্যিই এক অবিস্মরণীয় স্মৃতি!

"দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়নে আমাদের প্রতিশ্রুতির একটি স্পষ্ট ইঙ্গিত ২০১৬ সালের আইনের ঐতিহাসিক পাসের মধ্যে প্রতিফলিত হয়েছে।

***

 

SKC/DM/KMD


(Release ID: 2080474) Visitor Counter : 50


Read this release in: English