তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫৫তম ইফি’র সমাপ্তি উৎসবের চলচ্চিত্র ‘ড্রাই সিজন’ হ’ল – মানবতা, স্থায়িত্ব এবং প্রজন্মের বন্ধন তৈরির গল্প
#IFFIWood, ২৮ নভেম্বর, ২০২৪
গোয়ায় আয়োজিত ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি-র সমাপ্তি অনুষ্ঠানে প্রদর্শিত চলচ্চিত্র ‘ড্রাই সিজন’ বা সুখো বোহদান সালমা নির্দেশিত সিনেমা। এর প্রযোজক পিটার ওক রোপেক প্রেস ইনফরমেশন ব্যুরো আয়োজিত এই সমাপ্তি অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ এবং প্রজন্মের মধ্যে যে পরিবর্তন আসছে, তা তুলে ধরা হয়।
চলচ্চিত্রে যোশেফ নামে ৫০ বছর বয়সী একজন কৃষককে দেখানো হয়েছে। তিন শিশু ও স্ত্রী ইভা’কে নিয়ে বিকল্প জীবনযাত্রার জন্য লড়াই করছেন যোশেফ। তাঁদের গ্রামে গ্রীষ্মকালে পানীয় জলের অভাব দেখা দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। এই বিষয়টি চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।
নির্দেশক বোহদান সালমা মানবজাতি ও পরিবেশের মধ্যে চিরকালীন যে সম্পর্ক রয়েছে, তা তুলে ধরেছেন। মানবজীবন রক্ষায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্বের কথাও এই সিনেমায় দেখানো হয়েছে।
প্রযোজক পিটার ওক রোপেক ছোট দেশগুলিতে তথ্যচিত্র নির্মাণে অর্থের যোগানের যে অসুবিধা দেখা দেয়, সেই বিষয়টি তুলে ধরেন। তিনি চলচ্চিত্রের বিষয়বস্তুর প্রশংসা করেন।
PG/PM/SB
(Release ID: 2078961)
Read this release in:
Marathi
,
English
,
Hindi
,
Konkani
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Assamese
,
Manipuri
,
Urdu
,
Punjabi