জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়
azadi ka amrit mahotsav

‘জাতীয় সাইবার সুরক্ষা সক্ষমতা অনুশীলন’ এর (ভারত এনসিএক্স ২০২৪) সূচনা

Posted On: 18 NOV 2024 3:45PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৮ নভেম্বর ২০২৪: আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের সাইবার সুরক্ষা সক্ষমতা মজবুত করার ঐতিহাসিক উদ্যোগ “ভারত জাতীয় সাইবার সিকিউরিটি এক্সারসাইজ” (ভারত এনসিএক্স ২০২৪)-এর উদ্বোধন হল। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট (এনএসসিএস) অর্থাৎ জাতীয় সুরক্ষা পরিষদ সচিবালয় এবং রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (আরআরইউ) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ দিনের এই এক্সারসাইজ ভারতের সাইবার সুরক্ষার পেশাদার এবং নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদেরকে ক্রমবর্ধমান হুমকির মোকাবেলা করার জন্য উন্নত সাইবার প্রতিরক্ষা, কোনো ঘটনার ক্ষেত্রে প্রতিক্রিয়ায় সক্ষম করা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে দক্ষ করে তুলবে।

অনুষ্ঠানে, জাতীয় সাইবার সুরক্ষা সমন্বয়কারী লেফটেন্যান্ট জেনারেল এম.ইউ. নায়ার, পিভিএসএম, এভিএসএম, এসএম (অবসরপ্রাপ্ত) উদ্বোধনী ভাষণে বলেন, “ভারত এনসিএক্স-২০২৪’ আমাদের দেশের সাইবার সুরক্ষা কর্মী ও নেতৃবৃন্দকে জটিল হুমকি মোকাবিলার জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে। প্রযুক্তিগত অনুশীলন থেকে শুরু করে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত, এই উদ্যোগ আমাদের প্রস্তুতিকে নিশ্চিত করে, যাতে আমরা সব স্তরে সঙ্কটের মোকাবিলা করতে পারি।"

রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (আরআরইউ) উপাচার্য অধ্যাপক ড. বিমল এন. প্যাটেল তাঁর মূল বক্তব্যে সাইবার সুরক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "এই এক্সারসাইজ শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতাকেই শক্তিশালী করবে না, বরং নেতৃত্বকে সুপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের সাইবার সঙ্কটের মোকাবিলায় প্রস্তুত করবে।"

ভারত এনসিএক্স ২০২৪ এর মূল বৈশিষ্ট্য:

এই এক্সারসাইজে সাইবার প্রতিরক্ষা এবং কোনো ঘটনার ক্ষেত্রে প্রতিক্রিয়া সম্পর্কিত ইমার্সিভ প্রশিক্ষণ বা বাস্তব পরিস্থিতির প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে, যা আইটি এবং ওটি সিস্টেমে সাইবার আক্রমণের লাইভ-ফায়ার সিমুলেশন এবং সরকার ও শিল্পের অংশীদারদের জন্য সহযোগী প্ল্যাটফর্ম তৈরি করবে। এই কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের অনুশীলন এই ক্ষেত্রের সিনিয়র ম্যানেজমেন্টকে একত্রিত করবে, যাতে তারা জাতীয় পর্যায়ের সাইবার সঙ্কটের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনুকরণ করতে পারেন, যা তাদের কৌশলগত দক্ষতার সঙ্গে জটিলতাপূর্ণ চাপের পরিস্থিতিতে সাড়া দেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। সিআইএসও’র কনক্লেভে সরকারি, বিভিন্ন সংস্থা এবং বেসরকারি ক্ষেত্রের প্রধান তথ্য-সুরক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করবেন যেখানে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, প্যানেল আলোচনায় অংশ নেবেন এবং সাইবার সুরক্ষা সম্পর্কিত সর্বশেষ প্রবণতা ও এসংক্রান্তে সরকারি উদ্যোগসমূহের পর্যালোচনা করবেন।

*** 

SKC/RKS/KMD


(Release ID: 2074618) Visitor Counter : 4


Read this release in: English