প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাটের ভাদতালে শ্রী স্বামীনারায়ণ মন্দিরের দু’শোতম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Prime Minister Shri Narendra Modi participates in 200th year celebrations of Shree Swaminarayan Mandir in Vadtal, Gujarat

Posted On: 11 NOV 2024 1:31AM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাদতালে শ্রীস্বামীনারায়ণ মন্দিরের দু’শোতম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রীস্বামীনারায়ণের আশির্বাদেই দু’শোতম বার্ষিকী উদযাপিত হচ্ছে। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা অনুগামী শিষ্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন, স্বামীনারায়ণ মন্দিরের ঐতিহ্যে সেবাই সর্বাগ্রগণ্য এবং এর শিষ্যরা আজ সেবার ভাবনায় নিমগ্ন। সংবাদ মাধ্যমে সম্প্রতি এই উদযাপনের পর্ব দেখে তিনি আনন্দিত বলেও জানান প্রধানমন্ত্রী।

ভাদতাল ধামের দু’শোতম বার্ষিকী উদযাপন নিছক ইতিহাস নয় বলে উল্লেখ করেন শ্রী মোদী। তিনি সহ ভাদতাল ধামে অত্যন্ত বিশ্বাসের সাথে বেড়ে ওঠা অনেক শিষ্যের জন্য একটি বিশাল গুরুত্বপূর্ণ ঘটনা এই উদযাপন বলেও জানান প্রধানমন্ত্রী। এই উপলক্ষ ভারতীয় সংস্কৃতির অন্তর্নিহিত প্রবাহের সাক্ষ্য বহন করে বলেও শ্রী মোদী উল্লেখ করেন| শ্রী স্বামীনারায়ণের মাধ্যমে ভাদতাল ধাম প্রতিষ্ঠার ২০০ বছর পরেও এখানে প্রাণবন্ত আধ্যাত্মিক চেতনা প্রবহমান এবং তাঁর শিক্ষার বলিষ্ঠতা আজও উপলব্ধি করা যায় বলে জানান তিনি।

শ্রী মোদী মন্দিরের ২০০তম বর্ষ উদযাপনে সমস্ত সাধু ও শিষ্যদের উষ্ণ শুভেচ্ছা জানান। এই উপলক্ষে ভারত সরকার ২০০ টাকার রৌপ্য মুদ্রা এবং স্মারক ডাকটিকিট প্রকাশ করায় সন্তোষ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।তিনি আরও বলেন, এই চিহ্নগুলো এই মহান অনুষ্ঠানের স্মৃতিকে আগামী প্রজন্মের মনে সজীব করে রাখবে।

প্রধানমন্ত্রী জোর দিয়েছিলেন যে স্বামীনারায়ণের সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তি এই ঐতিহ্যের পাশাপাশি তার বলিষ্ঠ ব্যক্তিগত, আধ্যাত্মিক এবং সামাজিক সম্পর্কের বিষয়ে সচেতন। তিনি আরও বলেন, অতীতেও তিনি সাধুদের আধ্যাত্মিক সঙ্গ উপভোগ করেছেন এবং বর্তমানেও জাতির উন্নয়নে অর্থপূর্ণ প্রতিফলনের সুযোগ পেয়েছেন।প্রধানমন্ত্রী অভিমত জানান, অন্য ব্যস্ততার কারণে তিনি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও, তবে তিনি মনে মনে ভাদতাল ধামেই উপস্থিত আছেন।

শ্রী মোদী শিক্ষাপাত্রীর অবদানের উপর জোর দেন এবং বচনামৃতের বিশাল অবদানের কথা তুলে ধরে তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়া সকলের কর্তব্য বলে অভিমত জানান। শ্রী মোদী বলেন, তিনি খুশি যে ভাদতাল ধাম মানবতার সেবা এবং একটি নতুন যুগের বিনির্মাণে বিশাল অবদানের পাশাপাশি একটি মহান অনুপ্রেরণা হয়ে উঠেছে।তিনি আরও যোগ করেন যে, একই ভাদতাল ধাম বঞ্চিত সমাজ থেকে সাগরাম জির মতো মহান শিষ্য দিয়েছে।শ্রী মোদী জোর দিয়েছিলেন যে আজ বহু শিশুকে খাদ্য, বাসস্থান, শিক্ষার পাশাপাশি সুদূরপ্রসারী আদিবাসী অঞ্চলে পরিষেবা এবং প্রকল্পগুলি ভাদতাল ধাম গ্রহণ করছে| তিনি আরও বলেন, আদিবাসী এলাকায় নারী শিক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রচারঅভিযান চালানো হচ্ছে। শ্রী মোদী আরও উল্লেখ করেন, স্বামীনারায়নের ঐতিহ্য অনুসারী শিষ্যরা ‘এক পেড় মা কে নাম’ প্রচার অভিযানের আওতায় এক লক্ষেরও বেশি গাছের চারা রোপণ করেছেন।

প্রধানমন্ত্রী জোর দেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আজ তরুণ সমাজকে এক বিশাল উদ্দেশ্য দিয়েছে এবং সমগ্র দেশ উন্নত ভারতের একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

শ্রী মোদী ভাদতালের সাধু ও ঋষিদের এবং সমগ্র স্বামীনারায়ণ পরিবারকে উন্নত ভারতের এই পবিত্র উদ্দেশ্য মানুষের কাছে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা, স্বাধীনতার স্ফুলিঙ্গ এক শতাব্দী ধরে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে দেশবাসীকে অনুপ্রাণিত করে এবং এমন একটি দিন বা একটি মুহূর্তও যায়নি, যখন মানুষ তাদের উদ্দেশ্য ত্যাগ করে। স্বাধীনতা ছিল তাদের স্বপ্ন, তাদের সিদ্ধান্ত।তিনি যোগ করেন যে স্বাধীনতা আন্দোলনে যে ধরনের আদর্শ অস্তিত্বশীল ছিল, উন্নত ভারতের জন্য প্রতি মুহূর্তে ১৪০ কোটি দেশবাসীরও সেই ভাবনার প্রয়োজন ছিল।

তিনি সমস্ত সাধু ও সন্তদের আহ্বান জানান যে আগামী ২৫ বছরে একটি উন্নত ভারতের লক্ষ্যে বেঁচে থাকতে এবং প্রতিটি মুহূর্তে নিজেকে এর সাথে যুক্ত রাখতে অনুপ্রাণিত করুন।

প্রধানমন্ত্রী আরও জোর দেন যে প্রত্যেকেরই তাদের জায়গা নির্বিশেষে উন্নত ভারতের জন্য অবদান রাখতে হবে।তিনি যোগ করেন, একটি উন্নত ভারতের প্রথম শর্ত হলো একে স্বনির্ভর করা এবং তা অর্জনে ভারতের ১৪০কোটি নাগরিকের জন্য কোনও বহিরাগতের প্রয়োজন ছিল না।

শ্রী মোদী ভগবান শ্রী স্বামীনারায়ণের শিক্ষার উপর জোর দেন। কীভাবে কঠোর তপস্যায় বড় লক্ষ্যগুলি অর্জন করা হয়, কীভাবে তরুণ মনে দেশ গঠনের জন্য একটি সিদ্ধান্তমূলক দিকনির্দেশনা নেওয়ার ক্ষমতা তৈরী হয় এবং তরুণ সমাজ কীভাবে জাতিকে গড়ে তুলতে পারে। তিনি আরো বলেন, এর জন্য প্রয়োজন যোগ্য ও শিক্ষিত তরুণপ্রজন্ম তৈরি করা।

শ্রী মোদী যুবকদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত করতে সাধু ও সন্তদের অবদান রাখার আহ্বান জানান।তিনি যোগ করেন যে যুব সমাজকে মাদকাসক্তি থেকে বাঁচানোর জন্য প্রচারাভিযান এবং প্রয়াস কেবল ভারতে নয়, সারা বিশ্বে সর্বদা প্রয়োজন এবং তা ক্রমাগতভাবে করা উচিত।

তিনি বলেন, কোনও দেশ তখনই উন্নতি করতে পারে যখন এর বাসিন্দারা ঐতিহ্য নিয়ে গর্ব করে এবং একে সংরক্ষিত করে, শ্রী মোদী বলেন, "ভারতের মন্ত্র হল উন্নয়নের পাশাপাশি তার ঐতিহ্য সুরক্ষা"। একসময় ধ্বংস হতে বসা হাজার হাজার বছরের পুরনো ভারতের ঐতিহ্য কেন্দ্রগুলির গৌরব পুনরুদ্ধার প্রসঙ্গে অযোধ্যার উদাহরণ তুলে ধরে সন্তোষ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি কাশী, কেদারনাথ, পাভগড়, মোধেরার সূর্য মন্দির, সোমনাথের রূপান্তরের উদাহরণও উল্লেখ করেন। সারা বিশ্বে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজটি সাধুরা সহজেই করতে পারেন বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

 

***

SKC/SBM/KMD


(Release ID: 2072607) Visitor Counter : 12


Read this release in: English