প্রধানমন্ত্রীর দপ্তর
                
                
                
                
                
                    
                    
                        মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
                    
                    
                        Prime Minister Shri Narendra Modi congratulates Donald Trump on his victory in US Presidential
Elections
                    
                
                
                    Posted On:
                06 NOV 2024 1:57PM by PIB Agartala
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ৬ নভেম্বর ২০২৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেন, ভারত-মার্কিন সুসংহত সার্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে তিনি এই সহযোগিতার পুনর্নবীকরণ প্রত্যাশা করছেন।
শ্রী মোদী এক্স-এ একটি পোস্টে লিখেছেন:
'ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য বন্ধু @realDonaldTrump কে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ধারাবাহিকতায় ভারত-মার্কিন সুসংবদ্ধ সার্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করে তুলতে আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য আমি অপেক্ষা করছি। আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।
 
***
SKC/DM/KMD
                
                
                
                
                
                (Release ID: 2071313)
                Visitor Counter : 56