তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
এফ টি আই আই -র প্রশিক্ষার্থীদের তৈরী চলচ্চিত্র ‘সানফ্লাওয়ার্স অয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ লাইভ অ্যাকশন স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে অস্কারের জন্য যোগ্যতা অর্জন করলো
FTII’s student film ‘Sunflowers Were The First Ones To Know’ qualifies for Oscars in the Live Action Short Film Category
Posted On:
04 NOV 2024 5:55PM by PIB Agartala
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফ টি আই আই)-র প্রশিক্ষার্থী চিদানন্দ এস নাইকের ছবি ‘সানফ্লাওয়ার্স অয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ ২০২৫ এর লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে অস্কারের জন্য যোগ্যতা অর্জন করলো। ইতিমধ্যেই চলতি বছরে ছবিটি কানস চলচ্চিত্র উৎসবে লা সিনেফ বাছাই পর্বে সেরার শিরোপা জয় করেছে। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই কন্নড় ছবিটি মূলত ভারতীয় লোকগাঁথা এবং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত। একদল প্রতিভাবান শিল্পীর অনবদ্য কাজের নিদর্শন এই ছবিটির আখ্যান মর্মস্পর্শী এবং গভীর। একজন বয়স্ক মহিলা গ্রামের মোরগ চুরি করেন। এতে গ্রামে সূর্যালোকের প্রবেশ বন্ধ হয়ে যায়| সমাজে দেখা দেয় অশান্তি। শৃঙ্খলা পুনরুদ্ধারে নানা পদক্ষেপের মধ্যে একটি ভবিষ্যদ্বাণী হয়। এতে মোরগটি উদ্ধারের জন্য মহিলার পরিবার একটি মরিয়া অভিযান চালায়। এর পরিপ্রেক্ষিতে সেই পরিবার নির্বাসিত হয়।
কানস চলচ্চিত্র উৎসবের বিচারক কর্তৃপক্ষ এর অনবদ্য গল্প বলা এবং সুদক্ষ নির্দেশনার জন্য মুগ্ধতার নিরিখে সেরা হিসেবে বেছে নিয়েছিলো ‘সানফ্লাওয়ার্স অয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ছবিটি।
ছবির পরিচালক চিদানন্দ এস নায়েক বলেন, তাঁর যতদিন মনে থাকবে তিনি এই গল্পটি বলে যেতে চান। তবে শুধুমাত্র গল্প শোনানোর জন্য নয়, সত্যিকার অর্থে সেগুলিতে বেঁচে থাকার অভিজ্ঞতা পুনরুজ্জীবিত করাকেই লক্ষ্য হিসেবে বেছে নিয়ে বিশ্বজনীন আলোড়নের প্রত্যাশায় ছিলেন বলেও জানান পরিচালক।
শ্রী নায়েকের নির্দেশনা শিল্পসম্মতভাবে ঐতিহ্যগত বর্ণনার উপাদানকে দৃশ্যের সঙ্গে একাত্ম করে যা এই অঞ্চলের সৌন্দর্য ফুটিয়ে তুলে মানুষের মধ্যেকার গভীরতাকে ছুঁয়ে গল্পের জাদুতে জোর দেয়।
বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ভারতীয় ছবির পুরস্কার সহ উৎসব পরিসরে প্রশংসিত, ‘সানফ্লাওয়ারস অয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ এখন বিশ্বের সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলির সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত।
*****
SKC/SB
(Release ID: 2070806)
Visitor Counter : 4