সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক পার্বত্য এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে ৯০২ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য মনিপুরে মোট ৫০-টি জাতীয় মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে

Ministry Approved 50 NH Projects in Manipur, Prioritizes 902 km of Road Development in Hill Areas

Posted On: 22 OCT 2024 12:16PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২৪: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক মোট ১০২৬ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য মনিপুরে ৫০-টি জাতীয় মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মধ্যে এ পর্যন্ত পার্বত্য এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে ৯০২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়নের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্বত্য এলাকায় ৮-টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে এবং বাদ বাকি ৩৬-টি প্রকল্পের আওতায় ১২০০০ কোটি টাকা অর্থ মূল্যের ৭৭৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।
মন্ত্রকের  ২০২৪-২৫ বার্ষিক পরিকল্পনায় ২-টি জাতীয় মহাসড়ক প্রকল্প রয়েছে যার মধ্যে পার্বত্য এলাকায়  রয়েছে মোট ৯০ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক এবং এর অর্থ মূল্য ১৩৫০ কোটি টাকা।
মন্ত্রক সিআরআইএফ-এর আওতায় রাজ্য সরকারের তরফে প্রদত্ত অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যের সড়ক সমূহের কাজের তালিকায় অনুমোদন দিয়ে থাকে। রাজ্য সরকারের তরফে প্রদত্ত অগ্রাধিকারের নিরিখে মোট ১১১-টি কাজের মধ্যে মন্ত্রক বিওএস-এর অনুপাতের ভিত্তিতে ৫৭-টি কাজে ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছে । ৪-টি পার্বত্য রাজ্যের অনুমোদন যোগ্য বিওএস অনুপাতের হার  বর্তমানে ৯.৮১ হারে অবস্থান করছে।  

*****

SKC/SRC/KMD




(Release ID: 2067097) Visitor Counter : 13


Read this release in: English