রাসায়নিক ও সার মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনায় ১০০০ কোটি টাকার বিক্রি

জনৌষধি কেন্দ্র গত ১০ বছরে সংখ্যায় ১৭০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে; দেশের প্রায় সব জেলাতে পরিষেবা দিতে মোট ১৪ হাজারেরও বেশি কেন্দ্র

Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana achieves sales worth Rs.1000 Crores in October 2024

Jan Aushadhi Kendras grew more than 170 times in number in last 10 years; more than 14,000 kendras now cover almost all the districts of the country

Posted On: 21 OCT 2024 4:46PM by PIB Agartala

নয়াদিল্লি, ২১ অক্টোবর ২০২৪:প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা (পিএমবিজেপি)২০২৪ সালের অক্টোবরে ১০০০কোটি টাকার ওষুধ বিক্রি করার সাফল্য অর্জন করেছে।এই সাফল্য একটিউল্লেখযোগ্য মাইলফলক।

এই সাফল্য সাশ্রয়ী মূল্যের এবং উন্নতমানের ওষুধের প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা এবং নির্ভরতার নিদর্শন। সারা দেশে ১৪ হাজারেরও বেশি জনঔষধি কেন্দ্র থেকে নাগরিকরা ওষুধ কেনার মাধ্যমে যে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে তাতেই এটা সম্ভবহয়েছে। এই উল্লেখযোগ্য বৃদ্ধি ফলে স্পষ্ট যে, স্বাস্থ্য সেবার জন্য নাগরিকদের পকেট খরচও হ্রাস পেয়েছে; স্বাস্থ্যসেবা সকলের জন্য যে উপলদ্ধ এবং সাশ্রয়ী মূল্যে ওষুধ বিক্রি করার করারজন্য পিএমবিআইয়ের প্রতিশ্রুতির এটি একটি বড় প্রমাণ। উল্লেখযোগ্য হল- পিএমবিআই ২০২৪ সালের সেপ্টেম্বরের এক মাসে ২০০ কোটি টাকার ওষুধ বিক্রি করেছিল।

গত ১০ বছরে, জনৌষধি কেন্দ্রের সংখ্যা ১৭০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা ২০১৪ সালে ছিলমাত্র ৮০ টি এবং এখন ১৪,০০০ কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় সমস্ত জেলা জুড়ে এর সুবিধা পাওয়া যাচ্ছে।

আগামী দু'বছরের মধ্যে দেশে ২৫ হাজার জনঔষধি কেন্দ্র গড়ে উঠবে। কার্ডিওভাসকুলার, অ্যান্ট-ক্যান্সার, অ্যান্টি-ডায়াবেটিকস, অ্যান্টি-ইনফেকটিভস, অ্যান্টি-অ্যালার্জিক, গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ওষুধ, নিউট্রাসিউটিক্যালস ইত্যাদির মতো সমস্ত প্রধান থেরাপিউটিক গ্রুপগুলিকে যুক্ত করে ২০৪৭ টি ওষুধ এবং ৩০০ টি অস্ত্রোপচারের ডিভাইস জনঔষধি কেন্দ্র থেকে পাওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এই জনপ্রিয় জনবান্ধব কেন্দ্রগুলোতে পরিষেবা নিতে যাচ্ছেন।

***

SKC/DM/KMD




(Release ID: 2066915) Visitor Counter : 18


Read this release in: English