বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের পরিকাঠামো রূপান্তরের তিন বছর পূর্ণ করেছে পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান

PM GatiShakti National Master Plan completes 3 years of transforming India's Infrastructure landscape

Posted On: 12 OCT 2024 3:57PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ অক্টোবর ২০২৪: বহুমুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করার জন্য গত ১৩ অক্টোবর ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে পিএম গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনা (এনএমপি)র সূচনা করেছিলেন, দেশের পরিকাঠামো চিত্রের রূপান্তরের ক্ষেত্রে তা আজ উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে তিন বছর পূর্ণ করেছে।

এই উপলক্ষে, পিএম গতিশক্তি ভারত কীভাবে পরিকাঠামো প্রকল্পগুলির পরিকল্পনা ও বাস্তবায়ন করে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন এনেছে তা তুলে ধরেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, একাধিক মন্ত্রক ও রাজ্যগুলির মধ্য তথ্য সমন্বয়ের মাধ্যমে আমরা গড়ে তুলেছি আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল-চালিত একটি ব্যবস্থা। এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দ্রুততার সাথে প্রকল্প বাস্তবায়ন, কম সরবরাহ ব্যয় এবং দেশের প্রতিটি কোণে উন্নত পরিষেবা পৌঁছানোর মধ্যে।

ডিপিআইআইটি” র সচিব শ্রী অমরদীপ সিং ভাটিয়ার মতে, পিএম গতিশক্তি ৩ বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রূপান্তরমূলক পদ্ধতি হিসাবে চালু করা হয়েছিল, যা ভূ-স্থানিক প্রযুক্তি এবং সম্পূর্ণ সরকারি পদ্ধতির উপকারের জন্য পরিকাঠামো পরিকল্পনা ও উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। গত তিন বছরে, ৪৪ টিরও বেশি কেন্দ্রীয় মন্ত্রক এবং ৩৬ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলকে এর সাথে যুক্ত করা হয়েছে, তাদের ডেটা স্তরগুলিকে একীভূত করা হয়েছে এবং নিজস্ব ভূ-স্থানিক পরিকল্পনাগুলিকে পোর্টাল তাদেরকে সরবরাহ করা হয়েছে।

মন্ত্রক/বিভাগ এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সমন্বয় সাধনের লক্ষ্যে পিএম গতিশক্তি সফলভাবে নিরবচ্ছিন্ন, বহুমুখী সংযোগ এবং ত্বরান্বিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি স্থাপন করেছে। ভারত কিভাবে বৃহদাকারের পরিকাঠামো প্রকল্পগুলির পরিকল্পনা ও বাস্তবায়ন করে তা নতুন করে সংজ্ঞায়িত করেছে এই পিএম গতিশক্তি। ৪৪টি কেন্দ্রীয় মন্ত্রক এবং ৩৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ভূ-স্থানিক তথ্যকে কাজে লাগিয়ে এই মঞ্চ আন্তঃমন্ত্রক সমন্বয় এবং প্রকল্প রূপায়ণকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে।

মূল সাফল্য সমূহ :

একক প্ল্যাটফর্মে সমস্ত সরকারকে এক মঞ্চে নিয়ে আসা : পিএম গতিশক্তি ৪৪টি কেন্দ্রীয় মন্ত্রক এবং ৩৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলকে ১৬০০ টিরও বেশি ডেটা স্তর সহ একীভূত করেছে, পরিকাঠামো প্রকল্পগুলির পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে পরিণত হয়েছে। আজ অবধি, নেটওয়ার্কিং প্ল্যানিং গ্রুপ (এনপিজি) কর্তৃক ২০০টিরও বেশি বড় পরিকাঠামো প্রকল্পগুলি যেমন বহুমুখী পরিকাঠামোর সুসংহত পরিকল্পনা ও উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক নোডগুলির সাথে শেষ মাইল সংযোগ, আন্তঃমোডাল সংযোগ, লজিস্টিক দক্ষতা বৃদ্ধি এবং প্রকল্পগুলির সমন্বিত বাস্তবায়ন পিএম গতিশক্তির নীতিগুলির দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে৷

সামাজিক ক্ষেত্রের প্রভাব: সামাজিক ক্ষেত্র মন্ত্রকগুলিতে পিএম গতিশক্তির ব্যবহার বাড়ানো, সামাজিক শূণ্যতাগুলি (স্কুল, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি) ব্যবহার করে চিহ্নিত করা এবং ডেটা ক্যাপচারের জন্য অ্যাপ্লিকেশন এবং পরিকল্পনা সরঞ্জামগুলির উন্নয়নের প্রতি মনোনিবেশ করা হচ্ছে। এর ফলে, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা, ডাক পরিষেবা এবং আদিবাসী উন্নয়নের মতো অপরিহার্য ক্ষেত্রে আরও ভাল পরিকাঠামো পরিকল্পনা করা সম্ভব হয়েছে, যা নিশ্চিত করেছে যে প্রত্যন্ত ও নিম্নবিত্ত অঞ্চলগুলিও ভারতের পরিকাঠামো বিকাশের গল্পের অংশ হয়ে উঠেছে।

পিএম গতিশক্তি রাজ্য মাস্টার প্ল্যান (এসএমপি): ৩৬ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলই পিএম গতিশক্তি রাজ্য মাস্টার প্ল্যান (এসএমপি) পোর্টাল তৈরি করেছে, যা পরিকাঠামোগত সম্পদকে সিঙ্ক্রোনাইজ করতে এবং আঞ্চলিক উন্নয়ন বাড়ানোর জন্য পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান প্ল্যাটফর্মের সাথে একত্রিত হয়েছে। এই ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি রাজ্যগুলিকে পরিকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করতে তাদের মূলধন বিনিয়োগ সহজতর করতে সহায়তা করেছে। পিএম গতিশক্তি পোর্টালে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৫৩৩টিরও বেশি প্রকল্প ম্যাপ করেছে।

পিএম গতিশক্তির ডেটা-চালিত পদ্ধতি জিআইএস-ভিত্তিক সরঞ্জাম এবং একটি রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম দ্বারা চালিত যা দ্রুত এবং আরও অবহিত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। এই প্ল্যাটফর্মটি নিশ্চিত করে যে প্রকল্পগুলি জাতীয় অগ্রাধিকারের সাথে একত্রিত হয়েছে এবং বিলম্ব এবং ব্যয় বৃদ্ধি হ্রাস করে সময়মতো সম্পন্ন হচ্ছে। এই একীকরণ ২০৭০ সালের মধ্যে ভারতের নেট জিরো প্রতিশ্রুতি পূরণের মূল চাবিকাঠি, কারণ প্ল্যাটফর্মটি সবুজ পরিকাঠামো এবং সুস্থায়ী লজিস্টিক সমাধানের ব্যবহারকে প্রচার করে।

জেলাগুলিতে পিএমজিএস সম্প্রসারণ: ভারত এগিয়ে যাওয়ার সাথে সাথে পিএম গতিশক্তি ক্রমাগত বিকশিত হবে বলে আশা করা হচ্ছে যে শিল্প করিডোর এবং মেগা বিনিয়োগ অঞ্চলের মাধ্যমে বহুমুখী পরিকাঠামো সম্প্রসারণ, স্মার্ট সিটির বিকাশ এবং দেশের শিল্প ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের দৃষ্টিভঙ্গি এবং কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগগুলির পাশাপাশি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উল্লেখযোগ্য ব্যবহারের উপর ভিত্তি করে, রাজ্য/জেলা কর্তৃপক্ষের কর্তৃক জেলা পর্যায়ে সহযোগিতামূলক পরিকল্পনার জন্য বিআইএসএজি-এন (ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড জিও ইনফরম্যাটিক্স) এর প্রযুক্তিগত সহায়তায় একটি পিএম গতিশক্তি জেলা মাস্টার প্ল্যান (পিএমজিএস ডিএমপি) পোর্টাল তৈরি করা হচ্ছে। এনএমপি প্ল্যাটফর্মের ক্রস-সেক্টরাল সহযোগিতা এবং এআই এবং আইওটির মতো উদীয়মান প্রযুক্তির উপর জোর দেওয়া পরিকাঠামো ব্যবস্থাপনা এবং পরিকল্পনায় আরও বিপ্লব ঘটাবে।

ভারত যখন পিএম গতি শক্তির তিন বছর উদযাপন করছে, তখন এই উদ্যোগটি একটি আধুনিক, আন্তঃসংযুক্ত পরিকাঠামো নেটওয়ার্ক তৈরির প্রতিশ্রুতি পূরণ করে চলেছে যা ভারতের আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির মূল চাবিকাঠি।

 ***

SKC/DM/KMD


(Release ID: 2064916) Visitor Counter : 32


Read this release in: English