প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৪ অক্টোবর কৌটিল্য ইকনোমিক কনক্লেভে অংশগ্রহণ করবেন

Posted On: 03 OCT 2024 10:50AM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪ অক্টোবর  নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬-টা নাগাদ কৌটিল্য ইকনোমিক কনক্লেভে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি আয়োজিত সমাবেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

ইকনোমিক কনক্লেভের এই তৃতীয় সংস্করণ অনুষ্ঠানটি চলবে ৪ থেকে ৬ অক্টোবর। এই বছর কনক্লেভ সবুজ রূপান্তরের জন্য অর্থায়ণ, ভূ-অর্থনৈতিক বিভাজন এবং বৃদ্ধির প্রভাব সৃষ্টি, প্রাণবন্ততা সংরক্ষণে নীতিগত ক্রিয়ার জন্য নীতিমালা সহ অন্যান্য বিভিন্ন বিষয়কে মূলভাব হিসেবে তুলে ধরবে।

এই কনক্লেভে ভারতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা বিশেষজ্ঞগণ সহ নীতি প্রণেতারা ভারতীয় অর্থনীতি এবং গ্লোবাল সাউথ-এর অর্থনীতি যে সব সমস্যা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে সেগুলির গুরুত্বপূর্ণ বিষয় সমূহ নিয়ে আলোচনা করবেন। কনক্লেভে সারা বিশ্বের বিভিন্ন অংশ থেকে বিশেষজ্ঞ লোকেরা অংশ নেবেন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

অর্থ মন্ত্রকের সঙ্গে সহযোগিতায় ইন্সটিটিউট অব ইকনোমিক গ্রোথ কৌটিল্য ইকনোমিক কনক্লেভের আয়োজন করছে।

***

SKC/SRC/KMD


(Release ID: 2061551) Visitor Counter : 34


Read this release in: English