নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

জম্মু ও কাশ্মীর বিধানসভার নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হল

গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা ও বিশ্বাসের এক নতুন ইতিহাস রচিত হল এবারের নির্বাচনে

Posted On: 01 OCT 2024 8:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৪

 

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন পর্ব শান্তিপূর্ণ পরিবেশে শেষ হল। ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটদাতাদের ধৈর্যের সঙ্গে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা যায়। শুধু তাই নয়, এবারের নির্বাচনকে ঘিরে নাগরিকদের মধ্যে উৎসবের আবহ ও মেজাজও লক্ষ্য করা গেছে। কারণ তাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এই নির্বাচন প্রক্রিয়ায়।

এ সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার বলেছেন যে জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও গভীর ও সুদৃঢ় করে তুলেছে। এ হল এক ঐতিহাসিক ঘটনা যা আগামী বছরগুলিতেও সংশ্লিষ্ট অঞ্চলের ভোটদাতাদের মনে এক গণতান্ত্রিক মানসিকতা গড়ে তুলবে। এবারের নির্বাচনটি তাই তিনি উৎসর্গ করেছেন জম্মু ও কাশ্মীরের অধিবাসীদের উদ্দেশে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের আস্থা, বিশ্বাস ও নিষ্ঠাকেও তিনি স্বীকৃতি দিয়েছেন। 

জম্মু ও কাশ্মীরের পার্বত্য এলাকাগুলিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করার জন্য ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলরকম পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ন্ত্রণরেখা বরাবর স্থাপন করা হয় ৪৬৯টি ভোটগ্রহণ কেন্দ্র। অন্যদিকে, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দ্বিতীয় পর্যায়ে ১০৬টি এবং তৃতীয় পর্যায়ে ৩৬৩টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়। রাজ্যের প্রত্যন্ত ও স্পর্শকাতর এলাকাগুলির ভোটাররা যাতে নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করে তুলতেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। 

দ্বিতীয় পর্যায়ে পুঞ্চে ৫৫টি এবং রাজৌরিতে ৫১টি, অর্থাৎ মোট ১০৬টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়। অন্যদিকে, তৃতীয় পর্যায়ে সাম্বায় ৩৪টি, জম্মুতে ১৫২টি, বারামুলায় ৪০টি, বান্দিপোরায় ৩১টি, কাঠুয়ায় ২৯টি এবং কুপওয়াড়ায় ৭৭টি, অর্থাৎ মোট ৩৬৩টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়। সীমান্ত এলাকার মানুষ যাতে স্বচ্ছন্দে তাঁদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা নিশ্চিত করে ভারতের নির্বাচন কমিশন। 

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে এই প্রথমবার বাড়িতে বসেই ভোটদানের সুবিধার ব্যবস্থা করা হয় কোনো না কোনভাবে দিব্যাঙ্গ বা অসমর্থ ভোটদাতাদের জন্য। ভোটদাতাদের মধ্যে অনেকেই ছিলেন বয়সে অতি প্রবীণ। 

শুধু তাই নয়, এই নির্বাচনে সুষ্ঠু ও স্বচ্ছ ভোটদানের জন্য যুক্ত করা হয় অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থাকেও। 

নির্বাচনের তৃতীয় পর্যায়ে বান্দিপোরায় ৬৪.৮৫, বারামুলায় ৫৫.৭৩, জম্মুতে ৬৬.৭৯, কাঠুয়ায় ৭০.৫৩, কুপওয়াড়ায় ৬২.৭৬, সাম্বায় ৭২.৪১ এবং উধমপুরে ৭২.৯১ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
 
PG/SKD/DM


(Release ID: 2061136) Visitor Counter : 50


Read this release in: English , Urdu , Marathi , Hindi