বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ভারত সরকারের পদক্ষেপ: আধার ও প্যান তথ্য ফাঁসে যুক্ত ওয়েবসাইটগুলি বন্ধ করা হ’ল

Posted On: 26 SEP 2024 7:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ 

 

ভারত সরকার সুরক্ষিত, বিশ্বস্ত ও দায়বদ্ধ ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। কিছু কিছু ওয়েবসাইটের বিরুদ্ধে প্যান এবং আধার কার্ড সহ নাগরিকদের অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁসের কথা কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের নজরে আসে।

 সরকারের পক্ষ থেকে এইসব ওয়েবসাইট বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। 

ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এইসব ওয়েবসাইট পর্যালোচনা করে জানতে পেরেছে যে, এগুলির সুরক্ষা ব্যবস্থায় কিছু গাফিলতি ছিল। সেই অনুযায়ী, ওয়েবসাইটের মালিকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। 


২০১১ সালের তথ্য প্রযুক্তি আইনে স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন, ২০২৩ প্রণয়ন করা হয়েছে এবং এই আইনের অধীনে আরও কিছু নিয়মবিধি চালু করার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি, সরকারের পক্ষ থেকেও নাগরিকদের সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। 

 

PG/MP/SB


(Release ID: 2060794) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi