বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ ‘পরম রুদ্র’ সুপারকম্পিউটারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
Posted On:
27 SEP 2024 8:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর ২০২৪
কলকাতায় এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ ‘পরম রুদ্র’ সুপারকম্পিউটার পূর্বাঞ্চলে প্রায় ১০-১২টি প্রতিষ্ঠান এবং কয়েক হাজার গবেষকের কাছে বিশেষ কার্যকরি মাধ্যমে হয়ে উঠবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পূর্বাঞ্চলে এই কম্পিউটার সুবিধা পৌঁছে দিতে এর উদ্বোধন করেন।
ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশনের তত্ত্বাবধানে নির্মিত এই সুপারকম্পিউটার সিরিজ পদার্থবিদ্যা, ধরিত্রী বিজ্ঞান, উন্নত ধাতব ক্ষেত্র, মহাবিশ্ব সহ নানা ক্ষেত্রে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তনসাধন ঘটাবে। সেইসঙ্গে, ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি সক্ষমতায় অগ্রগতির দিকও এর মধ্য দিয়ে চিহ্নিত হবে। কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান ও কারিগরি দপ্তরের সহায়তায় এই সুপারকম্পিউটার পুণে ও দিল্লিতেও স্থাপিত হওয়ায় কম্পিউটার-ভিত্তিক গবেষণার এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে এস এন বোস সেন্টার পরিচিত। এখানে এই ‘পরম রুদ্র’ সুপারকম্পিউটার পূর্বাঞ্চলের ক্ষেত্রে বিশেষ সাহায্যকারী হয়ে উঠবে তো বটেই, সেইসঙ্গে বোস ইনস্টিটিউট, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিকেল বায়োলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চকেও কম্পিউটার গবেষণায় বিভিন্ন উদ্যোগের সঙ্গে তা যুক্ত করতে পারবে।
এই ‘পরম রুদ্র’ সুপারকম্পিউটার জ্ঞান-বিজ্ঞানের নানা ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এর মাধ্যমে নতুন পদার্থের আবিষ্কার ও নকশার পাশাপাশি দ্রুত তাকে চিহ্নিত করার ক্ষেত্রেও কার্যকরি সহায়তা পাওয়া যাবে। সেইসঙ্গে, ধরিত্রী বিজ্ঞানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞান গবেষণার পাশাপাশি ‘পরম রুদ্র’ সুপারকম্পিউটার অন্য আরও নানা ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিচ্ছে। সেমি-কন্ডাক্টর নির্মাণ, প্রাত্যহিক জীবনে তার প্রভাব, বিপর্যয় ব্যবস্থাপনা, অর্থনৈতিক অগ্রগতি, জীবনধারার স্বাচ্ছন্দ্যবিধান এবং চতুর্থ প্রজন্মের শিল্পে ভারতের অগ্রগতির দিক এই কম্পিউটার ব্যবস্থায় উপকৃত হবে।
বিজ্ঞানে ভারতের জয়যাত্রায় এই সুপারকম্পিউটারের উদ্বোধন মৌলিক গবেষণার ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। সেইসঙ্গে, ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সক্ষমতার চিত্রও এর মাধ্যমে প্রতিভাত হবে।
PG/AB/DM
(Release ID: 2060496)
Visitor Counter : 25