পরমাণুশক্তিদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৭ নম্বর ইউনিট উৎপাদন ক্ষমতার স্তরে পৌঁছে মাইলফলক রচনা করল

Posted On: 28 SEP 2024 7:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর ২০২৪

 

ভারতের উচ্চাকাঙ্ক্ষী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৭ ও ৮ নম্বর ইউনিটের মধ্যে ৭ নম্বর ইউনিটটি উৎপাদন ক্ষমতার স্তরে পৌঁছেছে। এই দুটি ইউনিটের প্রত্যেকটিরই উৎপাদন ক্ষমতা ৭০০ মেগাওয়াট করে। উৎপাদন ক্ষমতার স্তরে পৌঁছনো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ কারণ, তার মধ্য দিয়ে তা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করে। এ বছর ১৯ সেপ্টেম্বর ৭ নম্বর ইউনিটটি সেই লক্ষ্যে পৌঁছেছে। ভারত কার্বন নির্গমনের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়ে যাওয়ার যে সঙ্কল্প নিয়েছে, সেক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক পর্ষদ এই ধরনের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে যে প্রথম ছাড়পত্র দেয়, এটা তারই অনুসারী।

রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৭ নম্বর ইউনিট নির্মাণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ধাপে ধাপে তা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পৌঁছবে। বর্তমান অবস্থায় বিদ্যুৎ উৎপাদনের সর্বোত্তম লক্ষ্যে পৌঁছতে তাকে নানা পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এরপর সেই সমস্ত পরীক্ষায় সফল হলে এর থেকে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক পর্ষদের ছাড়পত্রের সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা এটি বাড়াতে থাকবে। বিদ্যুৎ উৎপাদনে পুরোপুরি সক্ষমতার পর্যায়ে পৌঁছে গেলে তা শিল্প এবং গৃহস্থালীর পরিবেশ-অনুকূল বিদ্যুতের বর্ধিত চাহিদা মেটাতে পারবে।

তথ্যসূত্র :

https://www.npcil.nic.in/index.aspx
https://www.npcil.nic.in/writereaddata/Orders/202409200142173006436News_20092024_01.pdf
https://dae.gov.in/ 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053554

 

PG/AB/DM



(Release ID: 2060229) Visitor Counter : 4


Read this release in: English , Urdu , Marathi , Hindi