প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার জাতির উদ্দেশে উৎসর্গ করেন

Prime Minister Shri Narendra Modi dedicates to nation three PARAM Rudra Supercomputers via video conferencing

Posted On: 26 SEP 2024 7:22PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩০ কোটি টাকার তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। জাতীয় সুপারকম্পিউটিং মিশনের (এনএসএম) আওতায় অগ্রণী বৈজ্ঞানিক গবেষণার সুবিধার্থে দেশীয়ভাবে তৈরি এই সুপারকম্পিউটারগুলি পুণে, দিল্লি এবং কলকাতায় স্থাপন করা হয়েছে।প্রধানমন্ত্রী আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য এদিন উচ্চতর ক্ষমতার গণনাকারী (হাই-পারফরম্যান্স কম্পিউটিং) (এইচপিসি) সিস্টেমেরও উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ ভারতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এক বিশাল সাফল্য অর্জিত হয়েছে এবং তা গবেষণা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দেশের অগ্রগতিকে প্রতিফলিত করছে। প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারত সম্ভাবনার অসীম দিগন্ত বিস্তারিত নতুন নতুন সুযোগ তৈরি করছে। প্রধানমন্ত্রী ভারতের বিজ্ঞানীদের দ্বারা তিনটি পরম রুদ্র সুপারকম্পিউটারের বিকাশ এবং দিল্লি, পুনে ও কলকাতায় তাদের স্থাপনের কথা উল্লেখ করেন এবং আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য উচ্চতর ক্ষমতার গণনাকারী হাই-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) সিস্টেম 'আর্কা' এবং 'অরুণিকা'-র উদ্বোধনের কথাও বলেন। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী সমগ্র বৈজ্ঞানিক গোষ্ঠী, প্রকৌশলী এবং সমস্ত নাগরিকদের অভিনন্দন জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী তিনটি পরম রুদ্র সুপারকম্পিউটার দেশের যুবসমাজের উদ্দেশে উৎসর্গ করেন। তিনি বলেন, তৃতীয় মেয়াদের শুরুতে যুবসমাজকে ১০০ দিনের বাইরে ২৫ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। তিনি বলেন, এই সুপার কম্পিউটারগুলি দেশের তরুণ বিজ্ঞানীদের কাছে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পদার্থবিজ্ঞান, ভূবিজ্ঞান ও মহাজাগতিক ক্ষেত্রে উন্নত গবেষণায় সহায়তা করার জন্য এর ব্যবহারকে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রগুলি বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ রচনা করে।

ডিজিটাল বিপ্লবের যুগে, কম্পিউটিং সক্ষমতা জাতীয় সক্ষমতার সমার্থক হয়ে উঠছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জাতির সম্মিলিত সক্ষমতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জীবনযাত্রাকে সহজ করে তোলা, ব্যবসা করার সহজতা ইত্যাদির সুযোগের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এবং কম্পিউটিং সক্ষমতার উপর সরাসরি নির্ভর করতে হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই ধরনের শিল্পগুলি ইন্ডাস্ট্রি ৪.০ এর সময়ে ভারতের উন্নয়নের ভিত্তি হয়ে উঠেছে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে, ভারতের অংশ শুধুমাত্র বিট এবং বাইটের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং টেরাবাইট এবং পেটাবাইটে প্রসারিত হওয়া উচিত। তাই, প্রধানমন্ত্রী বলেন, আজকের এই উপলক্ষ প্রমাণ করে যে, ভারত সঠিক পথেই এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, আজকের ভারত বাকি বিশ্বের সক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পেরেই সন্তুষ্ট থাকতে পারে না, বরং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মানবতার সেবা করার দায়িত্বকে বিবেচনা করে এগুতে চায়। ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার মতো ঐতিহাসিক অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মন্ত্র হলো গবেষণার মাধ্যমে আত্মনির্ভরতা, ও আত্মনির্ভরতার জন্য বিজ্ঞান। তিনি ভারতের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞান মনস্কতাকে শক্তিশালী করতে বিদ্যালয়গুলিতে ১০,০০০-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব স্থাপনার কথা উল্লেখ করেন। 'স্টেম' বিষয়ে শিক্ষার জন্য বৃত্তি বৃদ্ধি এবং চলতি বছরের বাজেটে ১ লক্ষ কোটি টাকার মূল্যের গবেষণা তহবিলের কথাও উল্লেখ করেন। তিনি উদ্ভাবনার মাধ্যমে ভারতকে একবিংশ শতাব্দীর বিশ্বকে ক্ষমতায়িত করার লক্ষ্যের ওপর জোর দেন।

বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি, বিশেষ করে মহাকাশ ও সেমিকন্ডাক্টর শিল্পের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ এমন কোনও ক্ষেত্র নেই যেখানে ভারত সাহসী সিদ্ধান্ত নিচ্ছে না বা নতুন নীতি চালু করছে না। মহাকাশ ক্ষেত্রে ভারত একটি উল্লেখযোগ্য শক্তি হয়ে উঠেছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিজ্ঞানীরা সীমিত সম্পদ দিয়ে একই কৃতিত্ব অর্জন করেছেন যেখানে অন্যান্য দেশগুলো তাদের সাফল্যে কোটি কোটি ডলার ব্যয় করেছে। শ্রী মোদী গর্বের সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশ হওয়ার ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই সাফল্য মহাকাশ অনুসন্ধানে দেশের অধ্যবসায় ও উদ্ভাবনী চিন্তাধারার প্রমাণ রাখে। শ্রী মোদী মহাকাশে ভারতের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে আরও বিশদভাবে উল্লেখ করে বলেন, ভারতের গগনযান মিশন কেবল মহাকাশে পৌঁছনোর জন্য নয়, এটি আমাদের বৈজ্ঞানিক স্বপ্নের সীমাহীন উচ্চতায় পৌঁছনোর জন্য। তিনি ২০৩৫ সালের মধ্যে মহাকাশে ভারতীয় স্টেশন স্থাপনের প্রথম পর্যায়ের জন্য সরকারের সাম্প্রতিক অনুমোদন দেবার কথাও উল্লেখ করেন, যা মহাকাশ অনুসন্ধানে ভারতের উপস্থিতি বাড়িয়ে তুলবে।

প্রধানমন্ত্রী আজকের বিশ্বে সেমিকন্ডাক্টরের গুরুত্বের কথা নিয়ে জোর দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর উন্নয়নের একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে।তিনি এই ক্ষেত্রকে শক্তিশালী করতে ‘ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন’ এর সূচনার কথা উল্লেখ করেন এবং স্বল্প সময়ের মধ্যে ইতিবাচক ফলাফলের কথা উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, ভারত তার সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করছে, যা বিশ্ব সরবরাহ শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী তিনটি নতুন ‘পরম রুদ্র’ সুপারকম্পিউটার প্রবর্তনের কথাও উল্লেখ করেন, যা ভারতের বহুমাত্রিক বৈজ্ঞানিক বিকাশকে আরও সহায়তা করবে।

প্রধানমন্ত্রী মোদী ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির উপর জোর দিয়ে বলেন, সুপার কম্পিউটার থেকে কোয়ান্টাম কম্পিউটিং পর্যন্ত ভারতের যাত্রা দেশের মহান দৃষ্টিভঙ্গির ফল। তিনি উল্লেখ করেন যে, আগে সুপারকম্পিউটার ছিল মাত্র কয়েকটি দেশের ক্ষেত্র, কিন্তু ভারত এখন ২০১৫ সালে জাতীয় সুপারকম্পিউটিং মিশন চালু করার মাধ্যমে বিশ্ব সুপারকম্পিউটার নেতাদের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, দেশ কোয়ান্টাম কম্পিউটিং-এ নেতৃত্ব দিচ্ছে যেখানে জাতীয় কোয়ান্টাম মিশন এই অত্যাধুনিক প্রযুক্তিতে ভারতের অবস্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, এই উদীয়মান প্রযুক্তি বিশ্বকে রূপান্তরিত করবে বলে আশা করা হচ্ছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, উৎপাদন, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং স্টার্টআপসমূহে অভূতপূর্ব পরিবর্তন আনবে, নতুন নতুন সুযোগ- সম্ভাবনা তৈরি করবে এবং ভারতকে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার অবস্থানে নিয়ে যাবে।

তিনি দেশকে আবহাওয়ার জন্য প্রস্তুত এবং জলবায়ু-সম্পর্কিত ব্যাপারে চোস্ত করে তোলার লক্ষ্যে সম্প্রতি চালু হওয়া ‘মিশন মৌসম’-এর কথাও উল্লেখ করেন। তিনি উবলেন যে, উচ্চ-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি)সিস্টেম এবং সুপারকম্পিউটারের আবির্ভাবের সাথে সাথে ভারতের আবহাওয়ার পূর্বাভাসের ক্ষমতা অধিকতর স্থানিক হয়ে উঠবে এবং আরও সঠিক ভবিষ্যদ্বাণী করার সক্ষমতা পাওয়া যাবে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত গ্রামসমূহে সুপারকম্পিউটারের মাধ্যমে আবহাওয়া ও মাটি বিশ্লেষণ কেবল একটি বৈজ্ঞানিক অর্জন নয়, হাজার হাজার মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একটি রূপান্তরকারী পরিবর্তন।সুপারকম্পিউটারএর মাধ্যমে এটা নিশ্চিত হবে যে এমনকি ক্ষুদ্রতম কৃষকরাও বিশ্বের সেরা জ্ঞানের আলোক আহরণ করতে সমর্থ হবে, যা তাদের ফসল সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।মৎস্যজীবীরাও সমুদ্রে গিয়ে উপকৃত হবেন কারণ এই প্রযুক্তিগুলির ব্যবহারে বিপদের ঝুঁকি হ্রাস পাবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং মেশিন লার্নিং প্রযুক্তি সম্পর্কিত মডেল তৈরি করতে সক্ষম হবে, যার ফলে সমস্ত অংশীদাররা উপকৃত হবেন।

***

 

SKC/PKS/KMD



(Release ID: 2059343) Visitor Counter : 7


Read this release in: English