আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক পরিচ্ছন্নতা ও বকেয়া বিষয়গুলির নিষ্পত্তির জন্য ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান ৪.০ সংগঠিত করতে চলেছে
Posted On:
18 SEP 2024 1:53PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: ২০২১, ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত ‘বিশেষ অভিযান’ সমূহের ধারাবাহিকতা অনুসারে ভারত সরকার চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিশেষ অভিযান ৪.০-এর সূচনা করেছে। এই বিশেষ অভিযানের আওতায় কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক ও দপ্তরের অফিসগুলি সহ সংশ্লিষ্ট সংযুক্ত বা অধীনস্থ অফিস এবং সিপিএসই সমূহকে নিয়ে আসা হবে।
২০২৪-এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মন্ত্রক সমস্ত পুরোনো রেকর্ড পর্যালোচনার মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ ফাইল ও দস্তাবেজ বাতিল করা, জমে থাকে লোহা-লক্কর ও অব্যবহার্য বস্তুসামগ্রী সরিয়ে ফেলা এবং অফিসগুলিতে প্রশস্ত স্থান সৃষ্টি করে সামগ্রিক কাজের পরিবেশকে যথোপযুক্ত করে তোলার কর্মভার গ্রহণ করে। এই সময় পর্ব চলাকালে ৩৯, ৪৫৬-টি ফাইলের পর্যালোচনা করা হয় এবং ২২,৬১৮-টি ফাইল বাতিল করে। গোটা সময়কাল জুড়ে মন্ত্রকের বিভিন্ন দপ্তরে ৯৮-টি পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সেই সঙ্গে মন্ত্রক ৭২৭-টি জন অভিযোগ ও ৪৬-টি জন-আবেদন সহ প্রধানমন্ত্রীর দপ্তরের ২৯-টি পরামর্শ ও অতি-বিশিষ্ট ব্যাক্তিবর্গের (ভিআইপি) সুপারিশের সুরাহা করেছে। এই সাফাই অভিযান পর্ব চলাকালে ৫৭,১৩৪ বর্গ ফুট জায়গা সৃষ্টি হয় এবং জমে থাকা পুরোনো জঞ্জাল বিক্রয় করে ১৩,২১, ৯৫. ১৪১ টাকা রাজস্ব হিসেবে পাওয়া গিয়েছে।
***
SKC/SRC/KMD
(Release ID: 2058605)
Visitor Counter : 22