স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের যুবকদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্য রক্ষার জন্য তামাকমুক্ত যুব প্রচারাভিযান ২.০ চালু করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব

তামাকের কারণে ভারতে প্রতি বছর প্রায় ১৩ লাখ মানুষ প্রাণ হারায়। তামাক তরুণদের মধ্যে একটি ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে তবে এটি ক্যান্সারের মতো বিপজ্জনক রোগের কারণ হতে পারে: শ্রী প্রতাপরাও যাদব

Posted On: 24 SEP 2024 3:27PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর ২০২৪: আজ দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে আয়োজিত একটি বর্ণময় অনুষ্ঠানে তামাকমুক্ত যুব অভিযান ২.০  দ্বিতীয় পর্বের  সূচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব। তিনি ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে তামাক এর নেশা নিরসন কেন্দ্রেরও উদ্বোধন করেছেন। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের স্বাস্থ্য ও সুস্থতা রক্ষা করাই এই প্রচারাভিযানের উদ্দেশ্য।

অনুষ্ঠানে শ্রী প্রতাপরাও যাদব বলেন, তামাকের কারণে প্রতি বছর ভারতে প্রায় ১৩ লক্ষ মানুষ প্রাণ হারান। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, তামাক তরুণদের মধ্যে একটি ফ্যাশন এর পর্যায়ে পরিণত হলেও এটি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ ডেকে আনতে পারে।
যুব সমাজকে তামাক সেবনের চেয়ে নিজেদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে উদ্বুদ্ধ করে শ্রী যাদব বলেন, "সুস্বাস্থ্য নিজের সুখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং সবাইকে তামাক প্রতিরোধ ও বর্জনের অঙ্গীকার করার জন্য তিনি আহ্বান রাখেন। তরুণরা যাতে তামাক সেবনের দিকে ঝুঁকতে না পারে সেজন্য প্রবীণদের দায়িত্ব নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, এ বছরের ৬০ দিনের প্রচারাভিযানটি পাঁচটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে৷ এগুলি হল :
১. তামাকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, বিশেষ করে যুব ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে;
২. স্কুল-কলেজকে তামাকমুক্ত রাখতে সংশোধিত নির্দেশিকা মেনে চলা;
৩. তামাক নিয়ন্ত্রণ আইন বিশেষ করে সিওটিপিএ ২০০৩ এবং ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ আইন ২০১৯ এর প্রয়োগ জোরদার করা, যাতে তরুণদের তামাকের উপলদ্ধতা সীমিত করা যায়;
৪. তামাকমুক্ত গ্রাম গড়ে তোলা, যেখানে তামাক নির্মূল ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টিতে জনগোষ্ঠী একসঙ্গে কাজ করবে; এবং
৫. সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসার বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তামাকের ক্ষতি এবং তরুণদের কাছে ধূমপান ছাড়ার উপকারিতা সম্পর্কে শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া।
 
অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীরা “বলুন তামাক না' এই অঙ্গীকার গ্রহণ করেন, এরপর শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের  নিয়ে একটি ফটো সেশনের আয়োজন করা হয়। অপরশক্তি খুরানা, মনু ভাকের, নবদীপ সিং, অঙ্কিত বায়ানপুরিয়া, গৌরব চৌধুরী এবং জাহ্নবী সিংয়ের মতো খ্যাতনামা ক্রীড়াবিদ ও ব্যক্তিত্ব এবং অন্যান্য আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানে তামাক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে তরুণ শিক্ষার্থীদের সংবেদনশীল করে সমস্ত স্কুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৈরি করা একটি শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়৷ অনুষ্ঠানে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা- স্বাস্থ্যকর্মীদেড় জন্য নির্দেশিকা, গ্রামসমূহকে তামাকমুক্ত করার জন্য বিশেষ নির্দিষ্ট নীতিমালা এবং তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নির্দেশিকা- ২০২৪ প্রকাশ করা হয়। তামাক সেবনের কারণে ক্যান্সারের সাথে লড়াই করে ক্যান্সার থেকে পরিত্রানের অভিজ্ঞতা ব্যাক্ত করে কয়েকজন মানুষের সাক্ষাৎকার ভিত্তিক একটি ভিডিও  "ভয়েস অফ টোব্যাকো ভিকটিমস (ভিওটিভি)" অনুষ্ঠানে দেখানো হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা  সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিকে এই প্রচারে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন৷


***

SKC/DM


(Release ID: 2058410) Visitor Counter : 45


Read this release in: English