পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব "স্বচ্ছতা হি সেবা" উদ্যোগের অধীনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান শুরু করেছেন
শ্রী ভূপেন্দর যাদব ন্যাশনাল জুলজিক্যাল পার্কের ক্যাম্পাসে "মাতৃ ভ্যান" উদ্বোধন করেন
Union Environment Minister Sh. Bhupender Yadav launches Cleanliness and Plantation drive under the “Swachchhta Hi Sewa” initiative
Posted On:
17 SEP 2024 3:25PM by PIB Agartala
নয়াদিল্লী, ১৭ সেপ্টেম্বর ২০২৪: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব আজ দেশব্যাপী উদ্যোগ 'স্বচ্ছতা হি সেবা ২০২৪'-কর্মসূচির অধীনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। ২০১৪ সালে চালু হওয়ার ১০ তম বার্ষিকী উপলক্ষে স্বচ্ছ ভারত মিশনের অধীনে এক পরিছন্ন এবং সবুজ ভারত গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টার অন্যতম অংশ বর্তমানের এই উদ্যোগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিংও।
কেন্দ্রীয় মন্ত্রী ন্যাশনাল জুলজিক্যাল পার্কের ক্যাম্পাসের ভেতরে "মাতৃ ভ্যান" -এর উদ্বোধন করেন। শ্রী ভূপেন্দর যাদব এবং শ্রী কীর্তি বর্ধন সিং এই উপলক্ষে শিশুদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন। স্বচ্ছতা হি সেবা কর্মসূচি উপলক্ষ্যে দেশ জুড়ে বন দপ্তরের উদ্যোগে ১১১ টি নগর ভ্যান (শহুরে বন) এবং ৫৫ টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ কার্যক্রম এর আয়োজন করেছে। সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকারের অঙ্গীকারকে মজবুত করাও হচ্ছে এর মাধ্যমে। এ উপলক্ষে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রী ভূপেন্দর যাদব এই অনুষ্ঠানে উপস্থিত ও সকল অংশগ্রহণকারীদের মাতৃভূমির সেবা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবার জন্য আহ্বান জানান। তিনি এই কর্মসূচির মাধ্যমে সকলকে ‘স্বভাব’ (আচরণ), ‘সংস্কার’ (মূল্যবোধ), ‘জিম্মেদারি’ (দায়িত্ব), এবং ‘ভাগিদারি’ (সম্মিলিত অংশগ্রহণ) এর মতো মূল নীতিগুলি গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
কেন্দ্রীয় মন্ত্রী সমস্ত অংশগ্রহণকারীদের স্বচ্ছতার সংকল্প পাঠ করান। অনুষ্ঠানে স্কুল পড়ুয়া শিশুরা স্বচ্ছতার ওপর নুক্কর নাটকও পরিবেশন করেন। সকল অংশগ্রহণকারী সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে, ১০০ -র বেশি ছাত্র এবং শিক্ষক উৎসাহ-উদ্দীপনার সাথে পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি লীনা নন্দন, সচিব, শ্রী জিতেন্দ্র কুমার, ডিজিএফ এবং বিশেষ সচিব, শ্রী তন্ময় কুমার, বিশেষ সচিব, শ্রী সুভাষ চন্দ্র, সিইও CAMPA , শ্রী আমনদীপ গর্গ, অতিরিক্ত সচিব, শ্রী সুশীল অবস্থি, এডিজি, শ্রী অঞ্জন কুমার মহন্তী, এডিজি এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক সহ স্কুলের শিশুরাও।
***
SKC/SG/KMD
(Release ID: 2055741)
Visitor Counter : 40