প্রধানমন্ত্রীর দপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের ১৩২ তম বার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন

Prime Minister Shri Narendra Modi remembers Swami Vivekanand on 132nd anniversary of Chicago speech

Posted On: 11 SEP 2024 11:06AM by PIB Agartala

নয়াদিল্লী, ১১ সেপ্টেম্বর ২০২৪: আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বামী বিবেকানন্দের দেওয়া বিখ্যাত ভাষণটি শেয়ার করেছেন।

শ্রী মোদী বলেন যে, বিবেকানন্দ ভারতের বহু প্রাচীনকাল ধরে চলে আসা একতা, শান্তি এবং সৌভ্রাতৃত্বের বার্তার সাথে বিশ্ববাসীকে পরিচয় করিয়েছিলেন। তা  প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম 'এক্স'-এ পোস্ট করে বলেন:

“১৮৯৩ সালের এই দিনে, স্বামী বিবেকানন্দ শিকাগোতে তাঁর মহান ভাষণ দিয়েছিলেন। তিনি বিশ্বকে ভারতের একতা, শান্তি ও ভ্রাতৃত্বের বহু প্রাচীন বার্তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর বাণী প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এবং সাথে,  ঐক্য ও সম্প্রীতির শক্তির কথাও আমাদের মনে করিয়ে দেয়।”

 

***

SKC/SG/KMD



(Release ID: 2054029) Visitor Counter : 9


Read this release in: English