প্রধানমন্ত্রীর দপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সবুজ হাইড্রোজেন বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিলেন

“এখানে এবং এখনই ব্যবস্থা নেওয়ার এটাই মোক্ষম সময়”

“জি-২০ ভুক্ত ভারত সহ অল্প কিছু দেশ ১ম সবুজঅল্প কিছু শক্তি বিষয়ে প্যারিস প্রতিশ্রুতি পূরণ করছে ”: প্রধানমন্ত্রী

Posted On: 11 SEP 2024 11:02AM by PIB Agartala

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার ভিডিও সম্মেলনের মাধ্যমে 'সবুজ হাইড্রোজেন' বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিলেন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সবুজ হাইড্রোজেন বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে আগত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ স্বাগত অভ্যর্থনা  জানিয়ে বলেন,  বিশ্ব এক তাৎপর্যময় ও জটিল রূপান্তরের মধ্য দিয়ে পথ অতিক্রম করছে। জলবায়ু পরিবর্তন যে নেহাৎই ভবিষ্যতের একটি বিষয় মাত্র নয় তা ক্রমবর্দ্ধমান গতিতে অনুভূত হচ্ছে, উপরন্তু এর প্রভাব এখনই টের পাওয়া যাচ্ছে। তিনি বলেন “এখানে এবং এখনই ব্যবস্থা নেওয়ার এটাই মোক্ষম সময়”। তিনি উল্লেখ করেন, শক্তি পরিবহন ও এর স্থিতিশীলতা কেন্দ্রীয় থেকে বৈশ্বিক নীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

একটি পরিচ্ছন্ন ও সবুজতর গ্রহ  সৃষ্টি করার লক্ষ্যে দেশ ও জাতির যে অঙ্গীকার রয়েছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জি-২০ ভুক্ত ভারত সহ অল্প কিছু  দেশ প্রথম  সবুজ শক্তি বিষয়ে 'প্যারিস প্রতিশ্রুতি' পরিপূরণ করেছে। তিনি বলেন, এই সব প্রতিশ্রুতি তার নির্ধারিত লক্ষ্যমাত্রা ২০৩০-এর আগেই ৯ বছরে পরিপূরণ করা হয়েছে । বিগত ১০ বছরে অর্জিত সাফল্যের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের অ-জীবাস্ম জ্বালানী স্থাপনার ক্ষমতা প্রায় ৩০০% বৃদ্ধি পেয়েছে এবং  সৌরশক্তি ৩,০০০%-এরও বেশি মাত্রার তেজি গতিতে সক্ষমতা অর্জন করেছে। শ্রী মোদী বলেন, আমরা এই সাফল্যের উপর নির্ভর করে থেমে থাকছি না এবং আমাদের দেশ বর্তমানে  যে সব সমাধানের উপায় রয়েছে তাকে শক্তিশালী করার উপর আলোকপাত করে চলেছে। সেই সঙ্গে তিনি এও বলেন, পাশাপাশি আমাদের দেশ নতুন ও উদ্ভাবনাময় ক্ষেত্রগুলির দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।  তিনি বলেন, এই হল আসল কথা যেখানে সবুজ হাইড্রোজেন চিত্র রূপে ফুটে উঠছে।

প্রধানমন্ত্রী মন্তব্য করেন “বিশ্বের শক্তি সম্পদ প্রেক্ষাপটে সবুজ হাইড্রোজেন এক সম্ভাবনাময় আশাব্যাঞ্জক সংযোজন রূপে আবির্ভুত  হচ্ছে”। সেই সঙ্গে তিনি বলেন, এটা শিল্পোৎপাদনকে কার্বন-মুক্ত করতে সহায়তা করতে পারে যা সম্পূর্ণ ভিন্নভাবে বিদ্যুতায়িত করবে। এই সূত্রে তিনি এর থেকে লাভবান হতে পারে এমন কিছু শিল্প যেমন শোধনাগার, সার, ইস্পাত, এবং আরো কয়েকটি ক্ষেত্রে উদাহরণ তুলে ধরেন। ২০২৩-এ জাতীয়  সবুজ হাইড্রোজেন মিশন-এর সূচনা করার কথা প্রতিফলিত করে প্রধানমন্ত্রী ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন ভান্ডার হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, সবুজ হাইড্রোজেন রপ্তানি ও ব্যবহারের ক্ষেত্রে ভারত হয়ে উঠতে পারে বৈশ্বিক ভান্ডার। প্রধানমন্ত্রী মোদী বলেন  “জাতীয়  সবুজ হাইড্রোজেন মিশন উদ্ভাবনা, পরিকাঠামো, শিল্পোৎপাদন এবং বিনিয়োগের কাজে উৎসাহ দিচ্ছে”।

ভারতে ২০২৩-এর সেপ্টেম্বরে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ টেনে বলেন, নয়াদিল্লি জি-২০ নেতৃবৃন্দের ঘোষণা এমন পাঁচটি উচ্চ-পর্য়ায়ের নীতিমালার ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে যা একটি ঐক্যবদ্ধ পথ-নির্দেশিকা সৃষ্টি করা হচ্ছে । সেই সঙ্গে তিনি বলেন, “আমাদের সবাইকে মনে রাখতে হবে --- আজ আমরা যে সব সিদ্ধান্ত নিচ্ছি সেগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে নির্ধারণ ও সুনিশ্চিত করবে।” সম্মেলনে আগত বিশিষ্ট জনদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা সবুজ হাইড্রোজেনের উন্নয়ন ও বিস্তারকে ত্বরান্বিত করতে একযোগে কাজ করি।”

***


SRC/SKC/KMD



(Release ID: 2053709) Visitor Counter : 16


Read this release in: English