কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বাভাবিকের তুলনায় বেশি জমিতে ধান, শ্রী অন্ন, তৈলবীজ এবং আখ চাষ

খরিফ শস্য বপনে জমির পরিমাণ ১০৯২ লক্ষ হেক্টর ছাড়াল

Posted On: 09 SEP 2024 6:10PM by PIB Kolkata

নতুন দিল্লি ৯ সেপ্টেম্বর ২০২৪

 

কৃষি ও কৃষক কল্যাণ দফতর ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত খরিফ শস্য বপনের এলাকা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।


গত বছর ৩৯৩.৫৭ লক্ষ হেক্টর জমিতে ধান বীজ বপন করা হয়েছিল। এ বছর একই সময়ে ৪০৯.৫০ হেক্টর জমিতে ধান বীজ বপন করা হয়েছে।


এ বছর ১২৬.২০ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ করা হয়েছে। গত বছর একই সময়ে ডাল চাষ করা হয়েছিল ১১৭.৩৯ লক্ষ হেক্টর জমিতে।


গত বছর ১৮১.৭৪ লক্ষ হেক্টর জমিতে শ্রী অন্ন সহ মোটা দানার অন্যান্য খাদ্য শস্যের চাষ হয়েছিল। এ বছর জমির পরিমাণ বেড়ে হয়েছে ১৮৮.৭২ লক্ষ হেক্টর। 


এ বছর ১৯২.৪০ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজ চাষ করা হয়েছে। গত বছর একই সময়ে ১৮৯.৪৪ লক্ষ হেক্টর জমিতে এই তৈলবীজ চাষ হয়েছিল।


গত বছর আখ চাষ করা হয়েছিল ৫৭.১১ লক্ষ হেক্টর জমিতে। এ বছর জমির পরিমাণ বেড়ে হয়েছে ৫৭.৬৮ লক্ষ হেক্টর।

এ বছর মোট ১০৯২ লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্য চাষ করা হয়েছে। গত বছর এই জমির পরিমাণ ছিল ১০৬৯.২৯ লক্ষ হেক্টর।

PG/MP/CS



(Release ID: 2053389) Visitor Counter : 16