নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস ২০২৪ এর ষষ্ঠ দিন পর্যন্ত ৩৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫২ টি জেলায় ১.৩৭ কোটি কর্মকান্ড অনুষ্ঠিত
1.37 crore activities reported from 752 districts of 35 States/ UTs till 6th day of 7th Rashtriya Poshan Maah 2024
Posted On:
07 SEP 2024 10:13AM by PIB Agartala
নয়াদিল্লী, ৭ সেপ্টেম্বর ২০২৪: গত ৩১ শে আগস্ট সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাহ এর সূচনা হয় গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে। এবছরের সেপ্টেম্বরে মাস ব্যাপী পোষণ মাহ বা পুষ্টি মাস অভিযানে উন্নততর প্রশাসনের জন্য প্রযুক্তির ব্যবহার সহ রক্তাল্পতা দূরীকরণে চিকিৎসা, শিশুদের বিকাশ পর্যবেক্ষণ, পরিপূরক খাদ্য খাওয়ানো এবং পোষন ভি - পড়াই ভি-এর মতো মূল বিষয়গুলির উপর লক্ষ্য দেওয়া হয়েছে৷ এই প্রচারাভিযানের অধীনে, মায়ের নামে একটি গাছ রোপন করার ('এক পেড় মা কে নাম') উদ্যোগের মাধ্যমে পরিবেশগত দীর্ঘস্থায়ীত্বের উপরও জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ১৩.৯৫ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৃক্ষরোপণ করতে উৎসাহ দেওয়া হয়েছে।
দেশব্যাপী উদযাপনের ষষ্ঠতম দিন (৬ সেপ্টেম্বর) পর্যন্ত, ৩৫ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫২ টি জেলায় ১.৩৭ কোটি কর্মকান্ড অনুষ্ঠিত হয়েছে। বিবিধ কর্মকান্ডের মধ্য দিয়ে পুষ্টি মাস পালনে অগ্রগামী রাজ্যগুলোর মধ্যে রয়েছে বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ।
পুষ্টি মাস পালনে যে বিবিধ কর্মকান্ড অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে দেখা গেছে, গত ৬ দিনে সারা দেশে অ্যানিমিয়া রোধে ৩৯ লক্ষেরও বেশি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শিশুদেবের শারীরিক বিকাশের পর্যবেক্ষণে ২৭ লক্ষেরও বেশি কার্যক্রম হয়েছে। পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়ে প্রায় ২০ লক্ষ কার্যক্রম, পোষন ভি পড়াই ভি- শীর্ষক উদ্যোগ ঘিরে ১৮.৫ লক্ষেরও বেশি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এবং এক পেড় মা কে নাম এর মাধ্যমে পরিবেশগত দীর্ঘস্থায়ীত্ব রাখার জন্য ৮ লক্ষ কার্যক্রম হয়েছে। উন্নততর প্রশাসনের জন্য প্রযুক্তির ব্যবহার কমর্মসূচির অধীনে ১০ লক্ষেরও বেশি কার্যক্রম অনুষ্ঠিত হয়, এতে অংশ নেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মনোনীত আধিকারিকরা। এর লক্ষ্য হলো তথ্য-প্রযুক্তি অ্যাপ্লিকেশন পোষণ ট্র্যাকারের সাহায্যে পুষ্টি সূচক এবং প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং তদারকি করার কাজ বাস্তবায়িত করা।
২০১৮ সালে দেশের প্রথম পুষ্টি-কেন্দ্রিক জন আন্দোলন শুরু হওয়ার সময় থেকেই এই কার্যক্রমের মূল হিসেবে এব্যাপারে বিভিন্ন মন্ত্রক/বিভাগগুলির সঙ্গে সর্বদা সমন্বয় রক্ষা করার ওপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগ ও মন্ত্রকের মধ্যে এই সমন্বযের মাধ্যমে লক্ষ্যবস্তু হিসেবে তৃণমূল স্তরে বিভিন্ন ধরণের মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করেছে।
চলতি পোষণ মাহ পালনে, এপর্যন্ত যেসমস্ত মন্ত্রক ও বিভাগ পোষণ অভিযানের মূল বিষয়গুলোর কোনো না কোনো কার্যক্রম পালনের মধ্য দিয়ে সর্বাধিক অবদান রেখেছে এর মধ্যে রয়েছে, শিক্ষা মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, গ্রামোন্নয়ন মন্ত্রক, আয়ুষ মন্ত্রক এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রক। তাদের মধ্যে, শিক্ষা মন্ত্রক ১.৩৮ লক্ষ কার্যক্রম আয়োজন করেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গ্রহণ করেছে ১.১৭ লক্ষ কার্যক্রম, গ্রামোন্নয়ন মন্ত্রক পালন করেছে ১.০৭ লক্ষ কার্যক্রম , আয়ুষ মন্ত্রক করেছে ৬৯ হাজার এবং ৬৪ লক্ষ কার্যক্রম আয়োজন করেছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক।
এখন পর্যন্ত আয়োজিত প্রধান ক্রিয়াকলাপগুলির মধ্যে রয়েছে শিশুদের জন্য রক্তাল্পতা দূরীকরণ শিবির, কিশোরীদের জন্য রক্তাল্পতা দূরীকরণ শিবির (১৪ থেকে ১৮ বছর), শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণের সংবেদনশীলতা শিবির, বৃদ্ধির পরিমাপ যাচাইকরণ, প্রজনন বয়সে মহিলাদের জন্য রক্তাল্পতা দূরীকরণ শিবির, বৃদ্ধি পরিমাপ অভিযান ও স্ক্রীনিং, খাদ্য তালিকাগত সম্পূরক (৬মাসের জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং উপযুক্ত খাদ্যতালিকাগত সম্পূরক) সংক্রান্ত কার্যকলাপ/শিবির,শহুরে বস্তি ভিত্তিক রক্তাল্পতা দূরীকরণ শিবির সহ তৃণমূল স্তরে গিয়ে সচতনতা শিবির কার্যক্রম, স্থানীয় খাদ্য সামগ্রীর মাধ্যমে পরিপূরক খাবারের প্রক্রিয়া- রান্নার উপর প্রদর্শনী, স্ব-নির্ভর গোষ্ঠী ও এন এস এস কর্মীদের নিয়ে রক্তাল্পতা সম্পর্কিত কার্যক্রম, পরিপূরক খাওয়ানোতে খাদ্যের বৈচিত্র্যের জন্য সচেতনতা শিবির, শিক্ষা চৌপাল, এক পেড় মা কে নাম - পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি সহ বৃক্ষরোপণ, দেশীয় খেলনাগুলির প্রচারে খেলা-ভিত্তিক শিক্ষার উপর শিশু এবং পিতামাতার জন্য প্রদর্শনী সেশন ইত্যাদি।
এছাড়া দেশীয় খেলনা তৈরির কর্মশালা, খেলনা-ভিত্তিক এবং খেলা-ভিত্তিক শিক্ষার প্রচারের জন্য কমিউনিটি কেন্দ্রিক খেলো অর পড়ো ইভেন্ট, গর্ভবতী মহিলাদের ওজন বৃদ্ধির জন্য পরিমাপ কর্মসূচি (গর্ভকালীন ওজন বৃদ্ধি) এবং পোষণ এর ডেটা এন্ট্রি ট্র্যাকার, AWC-এর মেঝেতে ফুড রিসোর্স ম্যাপিং গ্রামের সীমানার মধ্যে উপলব্ধ বিভিন্ন খাবার তুলে ধরা এবং প্রাসঙ্গিক বিশেষজ্ঞদের সাথে পরিবেশ সুরক্ষার বিষয়ে আউটরিচ কার্যক্রম।
চলতি পোষণ মাহ অভিযানের মাধ্যমে পুষ্টি-কেন্দ্রিক গণআন্দোলনের মাধ্যমে, প্রতিটি মানুষকে অন্তর্ভুক্ত এবং সংবেদনশীল করার জন্য প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো হচ্ছে।
****
SKC/SG/KMD
(Release ID: 2052858)
Visitor Counter : 49